Ajker Patrika

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী বাংক পিএলসি রাজশাহী বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ শেষ হয়েছে। গতকাল শনিবার নগরীর নানকিং দরবার হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি ছিলেন বাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। 

এ সময় অতিথি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর তার বক্তব্যে ব্যাংকের শ্রেণিকৃত ঋণ আদায়, আমানত সংগ্রহ ও সিএমএসএমই ঋণ বিতরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

তিনি ২০২৩ সালে বাংকের বিভিন্ন ব্যবসায়িক সূচকে অভূতপূর্ব অর্জনে অবদান রাখার জন্য রাজশাহী বিভাগের নির্বাহী ও শাখা ব্যবস্থাপকবৃন্দকে ধন্যবাদ জানান। এ ছাড়া এর ধারাবাহিকতায় ২০২৪ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন। 

ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান মো. নিজাম উদ্দিন এর সভাপতিত্বে সভায় রাজশাহী বিভাগের সকল নির্বাহী ও শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত