Ajker Patrika

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১: ২৪
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদ্‌যাপন করেছে। গত বুধবার সারা বিশ্বের ‘ফার্মাসি কমিউনিটি’র সঙ্গে সংগতি রেখে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে ফার্মাসিস্ট’। 

দিবসটি উদ্‌যাপনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, সেমিনার, কুইজ, শপথ গ্রহণ ইত্যাদি। দিনের শুরুতে অনুষ্ঠিত শোভাযাত্রায় যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফারাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. আমিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। 

পরে ফার্মেসি বিভাগের উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়, যেখানে মূল বক্তা ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ডিরেক্টর (গবেষণা ও উন্নয়ন) আবদুস সালাম। তিনি ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের প্রয়োজন মেটাতে ফার্মা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ে আলোচনা করেন। 

সালাম তাঁর বক্তব্যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল গবেষণা ও উন্নয়নকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনা করে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আশিক মোসাদ্দিক। তিনি সেমিনারে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের ফার্মাসিস্ট হিসেবে মানবতার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির শপথবাক্য পাঠ করান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত