Ajker Patrika

নাগরিক সেবা সহজ করতে নড়াইল পৌরসভা ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১: ১৬
নাগরিক সেবা সহজ করতে নড়াইল পৌরসভা ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি

ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নাগরিকদের পৌরসভা ফি পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও নড়াইল পৌরসভার মধ্যে চুক্তি সই হয়েছে। গত ১৬ জুলাই নড়াইল পৌরসভা কার্যালয়ে এই চুক্তি সই হয়। 

চুক্তির আওতায় নড়াইল পৌরসভার বাসিন্দারা ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে পৌরসভা ফি পরিশোধ করতে পারবেন। চুক্তিটি নড়াইল পৌরসভার নাগরিকদের সুবিধাজনক ও ঝামেলাহীন অনলাইন ব্যাংকিং সেবা দেবে। 

গ্রাহকেরা পৌরসভা অফিস প্রাঙ্গণে অবস্থিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের সুবিধামতো পৌরসভা ফি পরিশোধ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নড়াইল পৌরসভার নাগরিক সেবা উন্নত করতে ব্যাপক ভূমিকা রাখবে। 

নড়াইল পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র আঞ্জুমান আরা এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

চুক্তি সইয়ের সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ডিপোজিট মোবিলাইজেশনের ইউনিট হেড মাহাবুবুর রশিদ এবং সাউথ বেঙ্গল রিজিয়নের রিজওনাল হেড আল আমিন শেখ। এ ছাড়া চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত