নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) ইমরান আহমেদ।
বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাঁদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন– এমন অভিযোগ করেন ব্যাংকটির ম্যানেজার। এ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকেরই দুই কর্মকর্তাকে আটক করি আমরা। আজ সকালে ৫৪ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আবুল কালাম জানান, এই ব্যাংক শাখার ইন্টার্নাল অডিটে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকই তদন্ত করবে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ শাখার মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারা দিন লেনদেনের পর ভল্টে হিসাব মেলানোর সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গরমিল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই, ব্যাংকের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আমরা এটাকে চুরি বলছি না। বিষয়টা হিসাবে গরমিল। তদন্ত করার অনুরোধ করেছি। তারা তদন্ত করছে। প্রাথমিক এজাহারে এটাই আমরা বলেছি। আপাতত কোনো সংবাদ সম্মেলন করা হবে না।’
ঢাকা: ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই শাখার দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকা ব্যাংকের ক্যাশ ইনচার্জ (সিনিয়র অফিসার) রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) ইমরান আহমেদ।
বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাঁদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন– এমন অভিযোগ করেন ব্যাংকটির ম্যানেজার। এ অভিযোগের ভিত্তিতে ওই ব্যাংকেরই দুই কর্মকর্তাকে আটক করি আমরা। আজ সকালে ৫৪ ধারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
আবুল কালাম জানান, এই ব্যাংক শাখার ইন্টার্নাল অডিটে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকই তদন্ত করবে।
গতকাল বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ঢাকা ব্যাংকের জনসংযোগ শাখার মিজানুর রহমান বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সারা দিন লেনদেনের পর ভল্টে হিসাব মেলানোর সময় ৩ কোটি ৭৭ লাখ টাকার গরমিল পাওয়া যায়। আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই, ব্যাংকের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। আমরা এটাকে চুরি বলছি না। বিষয়টা হিসাবে গরমিল। তদন্ত করার অনুরোধ করেছি। তারা তদন্ত করছে। প্রাথমিক এজাহারে এটাই আমরা বলেছি। আপাতত কোনো সংবাদ সম্মেলন করা হবে না।’
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান নেন তাঁরা। অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা উপস্থিত ছিলেন। চাকরি পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বিনিয়োগের যেন ফোয়ারা বইছে। আজ বুধবার সকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। সেই রেশ কাটতে না কাটতেই জানা যাচ্ছে, ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাষ্ট্রে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
৫ ঘণ্টা আগেদেশের ব্যাংক খাতে এখন নগদ টাকার ঘাটতি নেই, ঘাটতি শুধু আস্থার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫ সালের জুন শেষে নিট উদ্বৃত্ত তারল্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা চাহিদার প্রায় দ্বিগুণ। অথচ এই বিপুল অর্থ বাজারে প্রবাহিত হচ্ছে না।
১৫ ঘণ্টা আগেবিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সোমবার রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত করণীয় নির্ধারণে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি...
১৫ ঘণ্টা আগে