Ajker Patrika

‘ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস’ বিষয়ে ব্যাংক এশিয়ার কর্মশালা 

আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০: ১২
‘ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস’ বিষয়ে ব্যাংক এশিয়ার কর্মশালা 

‘ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস’ বিষয়ের ওপর রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অনলাইনের মাধ্যমে ২ শ’য়ের বেশি এবং সরাসরি প্রায় ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার জনাব মো. সাজ্জাদ হোসেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের উপপরিচালক জনাব আনোয়ার উল্লাহ কর্মশালাটি পরিচালনা করেন। 

এ ছাড়াও কর্মশালায় বিএআইটিডির প্রধান বি এম শহীদুল হক, ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হোসাইন আহম্মদ, পোস্ট অফিস ব্যাংকিং বিভাগের প্রধান কাজী মোরতুজা আলী, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলের প্রধান মো. মনিরুজ্জামান খান, ব্রাঞ্চ অপারেশনস বিভাগের প্রধান সুবীর কুমার চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত