নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে পোশাক রপ্তানিতে ১৩ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অঙ্কের হিসাবে রপ্তানি হয় ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের পোশাক।
তবে বড় বাজার জার্মানিতে রপ্তানি বাড়েনি। গতকাল পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের প্রেসিডেন্ট ফারুক হাসানের পাঠানো পোশাক রপ্তানি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
ফারুক হাসান জানান, বরাবরের মতো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় পোশাকের বাজার। এই বাজারে ১৫ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালে অব্যাহতভাবে দেশটিতে রপ্তানি কমলেও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ৭ দশমিক ৪২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। অন্যদিকে কানাডায় রপ্তানি বেড়েছে ২৪ দশমিক ১৯ শতাংশ হারে।
আর যুক্তরাজ্যে বেড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ হারে। তাতে বোঝা যাচ্ছে, কানাডা ও যুক্তরাজ্যে বেশি হারে পোশাক রপ্তানি হচ্ছে। পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে বলে জানান বিজিএমইএর প্রেসিডেন্ট। ওই বাজারে জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ১৮ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারতে একই সময়ে ৩৮ শতাংশ হারে রপ্তানি কমেছে।
রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ায় বিজিএমইএ প্রেসিডেন্ট পোশাকমালিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা পোশাকে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন নতুন বাজার খোঁজার ব্যাপারে গুরুত্বের সঙ্গে কাজ করছি। আর পণ্যের মান বাড়াতে উন্নত প্রযুক্তি ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলেছেন পোশাকমালিকেরা।’
দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের প্রবাহ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যকে নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন রাখা বাধ্যতামূলক হলেও লাগামহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে...
১০ ঘণ্টা আগেঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য রপ্তানি খাতের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ মোহাম্মদ আব্দুল মতিন ইমনকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি প্রাভার প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও সিলভানা কাদের সিনহার স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রাভা হেলথ বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
১০ ঘণ্টা আগেচলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি থেকে দেশের বৈদেশিক মুদ্রার আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ডলার।
১২ ঘণ্টা আগে