Ajker Patrika

গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা আংশিক চালু

অনলাইন ডেস্ক
গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা আংশিক চালু। ছবি: সংগৃহীত
গ্লোবাল হেভি কেমিক্যালসের কারখানা আংশিক চালু। ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের কারখানা আংশিক চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। তথ্যমতে, গ্লোবাল হেভি কেমিক্যালসের কেরানীগঞ্জের হাসনাবাদের কারখানা বন্ধ হয়েছিল গত ১৫ অক্টোবর।

আজ বৃহস্পতিবার থেকে কারখানাটির কিছু ইউনিটের কাজ সীমিত আকারে শুরু করা হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, কারখানা সাময়িক বন্ধ হওয়ায় যেসব কর্মকর্তা ও কর্মচারী চলে গেছেন, তাঁদের সব পাওনা শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৪৪ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৮ পয়সায়। ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। বছরটিতে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৫৭ পয়সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত