নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ একযুগ পর আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। আজ শনিবার (৯ মার্চ) রাজধানীর এক হোটেলে রিহ্যাব প্রশাসক (বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচিত কমিটি।
গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রিহ্যাবের পরিচালক নির্বাচন হয়। ২৯ ফেব্রুয়ারি পরিচালকদের ভোটে জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সভাপতি হন।
ব্রিক ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া জ্যেষ্ঠ সহসভাপতি, হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম এ আউয়াল প্রথম সহ-সভাপতি, আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস দ্বিতীয় সহসভাপতি, বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ তৃতীয় সহসভাপতি এবং আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহসভাপতি (অর্থ) পদে এবং চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হন আর এফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে জান্নাতুল ফেরদৌস বলেন, এখন যেভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর হয়েছে, ভবিষ্যতেও রিহ্যাবের নতুন কমিটি তা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি।
রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে বলেন, সদস্যরা ভালবেসে এবং অনেক প্রত্যাশা নিয়ে নতুন পরিচালকদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। ভোটের মাধ্যমে সদস্যরা নতুন কমিটিকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। রিহ্যাবের ভাবমূর্তি রক্ষায় ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সদা অবিচল থাকার চেষ্টা করা হবে।
লিয়াকত আলী ভূঁইয়া বলেন, নির্বাচনে পরাজিত সদস্যরা নতুন পরিচালকদের স্বাগত জানিয়েছেন। অতএব নতুন কমিটির দায়িত্ব অনেক বেড়ে গেছে। পুরো পরিচালনা বোর্ডকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আবাসন ব্যবসায়ীদের স্বার্থে।
এমএ আউয়াল বলেন, রিহ্যাবে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। আবাসন ব্যবসায় অনেক সমস্যা আছে। সরকারের সহযোগিতায় সেগুলোর সুরাহা করা হবে।
আক্তার বিশ্বাস বলেন, যেসব অপূর্ণতা আছে, তা পূরণ করা হবে। সেজন্য সরকার ও সদস্যদের সহায়তা প্রয়োজন। সদস্যদের ব্যবসাসংক্রান্ত দাবি ও শর্তগুলো রয়েছে, তা আদায়ে সর্বাত্মক চেষ্টা করা হবে।
সহ-সভাপতি আব্দুল লতিফ বলেন, রিহ্যাব যে গাম্ভীর্যপূর্ণ ভাবমূর্তি হারিয়েছে, তা পুনরায় ফিরিয়ে আনা হবে। দীর্ঘদিন জিম্মি হয়ে থাকা রিহ্যাবের ট্রেনে চড়েছে নতুন কমিটি। গতি বাড়িয়ে এ ট্রেনকে চালাতে হবে।
সহসভাপতি (অর্থ) আব্দুর রাজ্জাক বলেন, সদস্যদের অধিকার রক্ষা করতে পারলে এ কমিটির মূল লক্ষ্য বাস্তবায়ন হবে।
দীর্ঘ একযুগ পর আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) দায়িত্ব নিয়েছে নতুন কমিটি। আজ শনিবার (৯ মার্চ) রাজধানীর এক হোটেলে রিহ্যাব প্রশাসক (বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচিত কমিটি।
গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রিহ্যাবের পরিচালক নির্বাচন হয়। ২৯ ফেব্রুয়ারি পরিচালকদের ভোটে জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সভাপতি হন।
ব্রিক ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া জ্যেষ্ঠ সহসভাপতি, হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম এ আউয়াল প্রথম সহ-সভাপতি, আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস দ্বিতীয় সহসভাপতি, বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল লতিফ তৃতীয় সহসভাপতি এবং আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহসভাপতি (অর্থ) পদে এবং চট্টগ্রাম থেকে সহ-সভাপতি পদে নির্বাচিত হন আর এফ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে জান্নাতুল ফেরদৌস বলেন, এখন যেভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর হয়েছে, ভবিষ্যতেও রিহ্যাবের নতুন কমিটি তা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি।
রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে বলেন, সদস্যরা ভালবেসে এবং অনেক প্রত্যাশা নিয়ে নতুন পরিচালকদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। ভোটের মাধ্যমে সদস্যরা নতুন কমিটিকে যে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। রিহ্যাবের ভাবমূর্তি রক্ষায় ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সদা অবিচল থাকার চেষ্টা করা হবে।
লিয়াকত আলী ভূঁইয়া বলেন, নির্বাচনে পরাজিত সদস্যরা নতুন পরিচালকদের স্বাগত জানিয়েছেন। অতএব নতুন কমিটির দায়িত্ব অনেক বেড়ে গেছে। পুরো পরিচালনা বোর্ডকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে আবাসন ব্যবসায়ীদের স্বার্থে।
এমএ আউয়াল বলেন, রিহ্যাবে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। আবাসন ব্যবসায় অনেক সমস্যা আছে। সরকারের সহযোগিতায় সেগুলোর সুরাহা করা হবে।
আক্তার বিশ্বাস বলেন, যেসব অপূর্ণতা আছে, তা পূরণ করা হবে। সেজন্য সরকার ও সদস্যদের সহায়তা প্রয়োজন। সদস্যদের ব্যবসাসংক্রান্ত দাবি ও শর্তগুলো রয়েছে, তা আদায়ে সর্বাত্মক চেষ্টা করা হবে।
সহ-সভাপতি আব্দুল লতিফ বলেন, রিহ্যাব যে গাম্ভীর্যপূর্ণ ভাবমূর্তি হারিয়েছে, তা পুনরায় ফিরিয়ে আনা হবে। দীর্ঘদিন জিম্মি হয়ে থাকা রিহ্যাবের ট্রেনে চড়েছে নতুন কমিটি। গতি বাড়িয়ে এ ট্রেনকে চালাতে হবে।
সহসভাপতি (অর্থ) আব্দুর রাজ্জাক বলেন, সদস্যদের অধিকার রক্ষা করতে পারলে এ কমিটির মূল লক্ষ্য বাস্তবায়ন হবে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
৭ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১৪ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১৭ ঘণ্টা আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে