নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর। তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বও পালন করেছেন।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব ফরিদা ইয়াসমিন।
এ বিষয়ে আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে জানানো হয়েছে। আমি প্রস্তুত। আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) যোগদান করব।’
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আলী আকবরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
মো. আলী আকবরের নিয়োগের মাধ্যমে বিএসইসিতে তিন কমিশনারের পদ পূরণ হলো। এখনো একজন কমিশনারের পদ ফাঁকা রয়েছে।
আইন অনুযায়ী, বিএসইসির পাঁচ সদস্যের কমিশনের সভার কোরাম পূর্ণ হতে চেয়ারম্যান ছাড়াও তিনজন কমিশনারের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু, আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ দুজন কমিশনার পদত্যাগ করেন। পরে খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও কোরাম সংকটের কারণে কমিশন সভা হচ্ছিল না। নতুন কমিশনার মো. আলী আকবর যোগদান করলে চেয়ারম্যান ও তিন কমিশনারের উপস্থিতিতে নিয়মিত কমিশন সভা করা সম্ভব হবে।
২০১৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আলী আকবর। ২০২২ সালে তিনি অবসর উত্তর ছুটিতে যান।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর। তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বও পালন করেছেন।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব ফরিদা ইয়াসমিন।
এ বিষয়ে আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে জানানো হয়েছে। আমি প্রস্তুত। আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) যোগদান করব।’
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আলী আকবরকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
মো. আলী আকবরের নিয়োগের মাধ্যমে বিএসইসিতে তিন কমিশনারের পদ পূরণ হলো। এখনো একজন কমিশনারের পদ ফাঁকা রয়েছে।
আইন অনুযায়ী, বিএসইসির পাঁচ সদস্যের কমিশনের সভার কোরাম পূর্ণ হতে চেয়ারম্যান ছাড়াও তিনজন কমিশনারের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু, আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ দুজন কমিশনার পদত্যাগ করেন। পরে খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও কোরাম সংকটের কারণে কমিশন সভা হচ্ছিল না। নতুন কমিশনার মো. আলী আকবর যোগদান করলে চেয়ারম্যান ও তিন কমিশনারের উপস্থিতিতে নিয়মিত কমিশন সভা করা সম্ভব হবে।
২০১৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান কুমিল্লা জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আলী আকবর। ২০২২ সালে তিনি অবসর উত্তর ছুটিতে যান।
বাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে। বিশ্বব্যাংকের
৪ ঘণ্টা আগেপুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল বা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডকে (সিএমএসএফ) কেন্দ্রীয় লভ্যাংশ বিতরণকারী সংস্থা বা ‘ডিভিডেন্ড হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে প্রতিষ্ঠানটির আইনগত ভিত্তি জোরদার করা এবং কার্যপরিধি বাড়ানোর প্রক্রিয়া চলছে।
৪ ঘণ্টা আগেপ্রাইম ব্যাংক পিএলসি, ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫-এ বাংলাদেশের ‘সেরা ইএসজি ব্যাংক’ (Best Bank for ESG) হিসেবে স্বীকৃতি পেয়েছে। টানা তৃতীয়বারের মতো ব্যাংকটি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল।
৯ ঘণ্টা আগেওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক সিরিজ তাকিওনে (TAKYON) দিচ্ছে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। বাজারে থাকা ৩ মডেলের ওয়ালটন ই-বাইকে প্রতি কিলোমিটার যাতায়াতের খরচ মাত্র ১০-১৫ পয়সা।
৯ ঘণ্টা আগে