Ajker Patrika

চীন ছাড়া সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিন স্থগিত ঘোষণা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩: ১২
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চীন ছাড়া অন্য সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি ৯০ দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত ঘোষণা করছি এবং এই সময়ের জন্য সর্বজনীন শুল্ক ১০ শতাংশে নামানো হয়েছে। এটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’

তিনি আরও লেখেন, ‘চীন বিশ্ববাজারের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে, তার প্রতিক্রিয়ায় আমরা এখন চীনের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করছি।’

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন তাঁর প্রেসিডেন্সির অন্যতম তাৎপর্যপূর্ণ ট্রুথ পোস্টটি লিখছিলেন, তখন আমি এবং স্কট বেসেন্ট তাঁর পাশে বসে ছিলাম। বৈশ্বিক বাণিজ্য সংস্কারে বিশ্ব ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু চীন বেছে নিয়েছে উল্টো পথ। তাই তাদের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বুধবার রোজ গার্ডেনে বিশ্বব্যাপী আমদানি পণ্যের ওপর ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। চীনের বাইরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ। এগুলোর মধ্যে ভিয়েতনামে ৪৬ শতাংশ এবং কম্বোডিয়ায় ৪৯ শতাংশ বাড়তি শুল্ক আরোপিত হয়েছে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া থাইল্যান্ডে ৩৬ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩২ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ, ফিলিপাইনে ১৭ শতাংশ এবং সিঙ্গাপুরে ১০ শতাংশ বাড়তি শুল্ক নির্ধারণ করা হয়। বাংলাদেশ ওপরও আরোপ করা হয় ৩৭ শতাংশ বাড়তি শুল্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত