নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে ব্যবসা–বাণিজ্যের দায় শোধে নিজস্ব মুদ্রা ইউয়ানে লেনদেনের প্রস্তাব দিয়েছে চীন। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ তথ্য জানান।
বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাণিজ্য করছে চীন। ডলার সংকট তীব্র হতে থাকলে বাংলাদেশও চীনা মুদ্রায় লেনদেন করতে পারে কি না—এ বিষয়ে বিস্তর কথাবার্তা হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।
এই বাস্তবতায় এর আগেও বাংলাদেশের সঙ্গে চীনা মুদ্রায় লেনদেনের বিষয়ে কথা বলেছে চীন। এরই ধারাবাহিকতায় চীন এবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রস্তাবটি দিল।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। চীনসহ প্রায় সব উন্নয়নশীল দেশই এ নিয়ে ভুগছে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘নিজেদের মুদ্রায় ব্যবসা–বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। কীভাবে নিজেদের মুদ্রায় আমরা এই কাজ করব, তা নিয়ে আলোচনা করার বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি।’
বৈঠকে এর বাইরে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ আছে। চীনে এখন ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, যা বাংলাদেশের পরিকল্পনা কমিশনের মতো। এই দুই কমিটি একসঙ্গে কাজ করতে পারে। আমরা দুই দেশের সহযোগিতার সম্পর্কের নতুন মাত্রা খুঁজছি।’
বৈঠকের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’
বাংলাদেশের সঙ্গে ব্যবসা–বাণিজ্যের দায় শোধে নিজস্ব মুদ্রা ইউয়ানে লেনদেনের প্রস্তাব দিয়েছে চীন। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে পরিকল্পনামন্ত্রী আবদুস সালামের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এ তথ্য জানান।
বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে নিজস্ব মুদ্রা ইউয়ানে বাণিজ্য করছে চীন। ডলার সংকট তীব্র হতে থাকলে বাংলাদেশও চীনা মুদ্রায় লেনদেন করতে পারে কি না—এ বিষয়ে বিস্তর কথাবার্তা হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।
এই বাস্তবতায় এর আগেও বাংলাদেশের সঙ্গে চীনা মুদ্রায় লেনদেনের বিষয়ে কথা বলেছে চীন। এরই ধারাবাহিকতায় চীন এবার পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করে প্রস্তাবটি দিল।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘ডলারের সমস্যাটি বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান। যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির কারণে ডলারের দাম ওঠানামা করছে। চীনসহ প্রায় সব উন্নয়নশীল দেশই এ নিয়ে ভুগছে।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘নিজেদের মুদ্রায় ব্যবসা–বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করব। কীভাবে নিজেদের মুদ্রায় আমরা এই কাজ করব, তা নিয়ে আলোচনা করার বিষয়টি আমরা বাংলাদেশ সরকারের কাছে উত্থাপন করেছি।’
বৈঠকে এর বাইরে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ আছে। চীনে এখন ১৪ তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। চীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্মস কমিটি আছে, যা বাংলাদেশের পরিকল্পনা কমিশনের মতো। এই দুই কমিটি একসঙ্গে কাজ করতে পারে। আমরা দুই দেশের সহযোগিতার সম্পর্কের নতুন মাত্রা খুঁজছি।’
বৈঠকের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’
দেশের ব্যাংক খাতে এখন নগদ টাকার ঘাটতি নেই, ঘাটতি শুধু আস্থার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫ সালের জুন শেষে নিট উদ্বৃত্ত তারল্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা চাহিদার প্রায় দ্বিগুণ। অথচ এই বিপুল অর্থ বাজারে প্রবাহিত হচ্ছে না।
৫ ঘণ্টা আগেবিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সোমবার রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত করণীয় নির্ধারণে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি...
৫ ঘণ্টা আগেদেশ থেকে পাচার হওয়া অর্থের প্রায় ৭৫ শতাংশই বাণিজ্যের আড়ালে পাচার হচ্ছে, যেখানে আমদানি-রপ্তানির সময় মিথ্যা ঘোষণার আশ্রয়ে বিদেশে অর্থ স্থানান্তর করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় উপস্থাপিত গবেষণাপত্রে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা হাজারো কনটেইনারের অনেকেই জন্মেছে গাছ, কিছু মরিচা পড়ে ভেঙে গেছে। এসব অচল কনটেইনার দখল করে রেখেছে মূল্যবান জায়গা, কমিয়ে দিয়েছে রাজস্ব, ক্ষতিগ্রস্ত করেছে শিপিং লাইন। সেই অচলাবস্থা কাটিয়ে বন্দরের কার্যকারিতা ফেরাতে এবার ব্যবহারযোগ্য ৪৫৬ কনটেইনার পণ্য নিলামে...
৫ ঘণ্টা আগে