নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমায় দেশের ভোক্তাদের জন্য দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা দাম মূল্য সংযোজন কর (মূসক)-সহ ৯০৬ টাকা থেকে ৬৪ টাকা কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ জুন) থেকে কার্যকর হবে নতুন দাম।
তবে উৎপাদন পর্যায়ে খরচের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে নির্ধারিত ৫৯১ টাকাই থাকছে। আজ সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।
এপ্রিলে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। চলতি মাসে সেটি কমে দাঁড়ায় ৯০৬ টাকায়।
আর গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটোগ্যাস)-এর নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ৪১ টাকা ৭৪ পয়সা।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, যেহেতু আমদানি পর্যায়ের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। এলপিজি যেহেতু প্রপেন আর বিউটেনের সংমিশ্রণ। তাই ৩৫: ৬৫ অনুপাতে প্রোপেন আর বিউটেনের বিবেচনায় প্রতি টন এলিপিজির আমদানি খরচ ৪৮২ মার্কিন ডলার ধরে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ঢাকা: আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম কমায় দেশের ভোক্তাদের জন্য দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা দাম মূল্য সংযোজন কর (মূসক)-সহ ৯০৬ টাকা থেকে ৬৪ টাকা কমিয়ে ৮৪২ টাকা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ জুন) থেকে কার্যকর হবে নতুন দাম।
তবে উৎপাদন পর্যায়ে খরচের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম এপ্রিলে নির্ধারিত ৫৯১ টাকাই থাকছে। আজ সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।
এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে এ সংস্থা। ওই সময় বলা হয়, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে।
এপ্রিলে বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজির সিলিন্ডারে এলপিজির দাম নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। চলতি মাসে সেটি কমে দাঁড়ায় ৯০৬ টাকায়।
আর গাড়িতে ব্যবহৃত এলপিজি (অটোগ্যাস)-এর নতুন দাম প্রতি লিটার ৪৪ টাকা ৭০ পয়সা থেকে কমিয়ে করা হয়েছে ৪১ টাকা ৭৪ পয়সা।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, যেহেতু আমদানি পর্যায়ের দামের সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রা মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি। এলপিজি যেহেতু প্রপেন আর বিউটেনের সংমিশ্রণ। তাই ৩৫: ৬৫ অনুপাতে প্রোপেন আর বিউটেনের বিবেচনায় প্রতি টন এলিপিজির আমদানি খরচ ৪৮২ মার্কিন ডলার ধরে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক কার্যকরের যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেদিন থেকেই তা কার্যকর হবে। আর সময়সীমা বাড়ানো হবে না। অর্থাৎ, আগামী ১ আগস্ট থেকেই এটি কার্যকর হবে।
৩০ মিনিট আগেসোমবার দেশের বাজারে ডলার কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৬০ পয়সা দরে এবং বিক্রির ক্ষেত্রে ডলারের মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৯৫ পয়সা। ব্রিটিশ পাউন্ড স্টারলিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ৭০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ১৬৫ দশমিক ২৮ টাকা।
১ ঘণ্টা আগেফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এখন কার্যত ভেঙে পড়েছে। গ্রাহক চাইলেও টাকা তুলতে পারছেন না। ব্যাংকের কাছে ১৯৬টি প্রতিষ্ঠানের থেকে আদায়যোগ্য ঋণ ৫১ হাজার ২৫ কোটি টাকা। এর ৯৫ শতাংশই এখন খেলাপি।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে এক নতুন বাণিজ্য চুক্তি হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার স্কটল্যান্ডে ট্রাম্পের গলফ রিসোর্টে দুই পক্ষের বৈঠকের পর এই সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। এতে ইইউ থেকে আমদানি করা অধিকাংশ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র, যা ট্রাম্পের আগে ঘোষিত ৩০ শতাংশের অর্ধ
৩ ঘণ্টা আগে