Ajker Patrika

ইউএস-বাংলা এয়ারলাইনসে বিশেষ ছাড় পাবেন জিপির গ্রাহকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১: ২২
Thumbnail image

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস সঙ্গে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন চুক্তি স্বাক্ষর করেছে।

আজ বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম এবং গ্রামীণফোনের লয়্যালটি ম্যানেজমেন্টের প্রধান হাসান আহমেদ তৌহিদ চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউএস বাংলার পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির ওপর ভিত্তি করে জিপি স্টার এবং গ্রামীণফোনের পোস্ট-পেইড গ্রাহকেরা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত এয়ার টিকিটের মূল ভাড়ার ওপর (ওয়ান ওয়ে ও রিটার্ন) বিশেষ ছাড় পাবেন। বিজনেস ও ইকোনমি ক্লাসে ছাড় পাবেন ১০ শতাংশ। অফারটি প্রযোজ্য সব অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য (ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল)।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউএস-বাংলা এয়ারলাইনসের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভীন ও সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার মাইনুল হক এবং গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন লয়্যালটি  ম্যানেজমেন্টের লিড স্পেশালিস্ট নাসার আহমেদ ও মো. ফজলে রাব্বি।

গ্রামীণফোন স্টার এবং পোস্ট-পেইড গ্রাহকদের বিশেষ অফার সম্পর্কে আরও জানতে www.grameenphone.com ভিজিট করতে পারেন। অফারটি বাংলাদেশে অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইনসের সব সেলস অফিস থেকে পাওয়া যাবে। বিস্তারিত জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত