Ajker Patrika

ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২০: ৩৫
ভারতে ইলিশ রপ্তানির সময় বাড়ল

ভারতে ইলিশ মাছ রপ্তানির সময় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ নভেম্বর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বছর ইলিশের প্রজনন মৌসুম ৪-২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এ বিবেচনায় অনুমোদনকৃত অবশিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির সময় ৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে ইলিশ রপ্তানির ক্ষেত্রে আরোপিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। 

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে সেপ্টেম্বর মাসে দুই দফায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল। এর মধ্যে ৫২টি প্রতিষ্ঠানকে ১০ অক্টোবর এবং ৬৩টি প্রতিষ্ঠানকে ৩ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা বেঁধে দেওয়া হয়। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫ নভেম্বর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি করতে পারবে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত