Ajker Patrika

আদমজী ইপিজেডে ৩১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরীয় কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদমজী ইপিজেডে ৩১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরীয় কোম্পানি

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে কারখানা স্থাপনে ৩১ মিলিয়ন বা ৩ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ চুক্তি করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড। 

আজ সোমবার দুপুরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা) এবং কিডো ঢাকা কোম্পানির মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়। রাজধানীর বেপজা কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কিডো ঢাকা কোম্পানির ভারপ্রাপ্ত পরিচালক আন ইয়াং দাই জোসেফ। 

এসময় বেপজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম, সদ্য যোগদানকারী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য প্রকৌশলী মো. ফারুক আলম, নাফিজা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক তানভির হোসেন এবং মহাব্যবস্থাপক মো. খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরীয় শিল্প প্রতিষ্ঠান মেসার্স কিডো ঢাকা কোম্পানি লিমিটেড আদমজী ইপিজেডে উচ্চমান সম্পন্ন গার্মেন্টস ও স্পোর্টসওয়্যার সামগ্রী তৈরির কারখানা স্থাপন করবে। এ কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি ৩১ দশমিক ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ কারখানায় ৬ হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটিতে বার্ষিক ২০ লাখ পিস ক্লথ জ্যাকেট, মোটরসাইকেল সেফটি জ্যাকেট, চামড়া ও ফাইবার জ্যাকেট, সোয়েটার শার্ট, পিপিই উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। 

এ ব্যাপারে বেপজার বিদায়ী নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বেপজা নিরলসভাবে কাজ করছে। করোনা পরিস্থিতির মধ্যেও বিনিয়োগবান্ধব পরিবেশ থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিডো দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্থানীয় কোম্পানি হাই অ্যান্ড গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস আইটেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ভিয়েতনাম, মিয়ানমার এবং ইন্দোনেশিয়াতে প্রতিষ্ঠানটির পাঁচটি কারখানা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত