Ajker Patrika

১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৪, ২১: ২৪
১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার প্রস্তাব

দেশের ১৮ বছরোর্ধ্ব সব নাগরিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার চিন্তা করছে সরকার। এতে ভবিষ্যতে নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট বক্তব্যে এই তথ্য ওঠে আসে।

বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পেনশন সুবিধা পান এমন সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আনা হবে। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতিমধ্যে এ ব্যবস্থার আওতার আনা হয়েছে। খুব শিগগিরই অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগকৃতদের এ ব্যবস্থায় আগামী বছরের ১ জুলাইতে অন্তর্ভুক্ত করা হবে। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার ফান্ড পরিচালনার ব্যয় সরকার বহন করায় এবং বিনিয়োগ মুনাফা জমাকারীদের মধ্যে বিভাজিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় পেনশন স্কিম হবে। 

অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, সরকার পেনশনধারীদের পেনশন প্রাপ্তি সহজ করতে নানা ব্যবস্থা নিয়েছে। সরকারি কর্মচারী ছাড়াও সব অবসরভোগী সরকারি কর্মচারী ইএফটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন। পেনশনধারীদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিতাবস্থা যাচাইকরণ (লাইফ ভেরিফিকেশন) চালু করা হয়েছে। অচিরেই সারা দেশে সব পেনশনধারীদের এ অ্যাপ ব্যবহারের আওতায় আনা হবে। ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে ঘরে বসেই পেনশন সুবিধা পাবেন। 

এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ অনুদানের অর্থ ইএফটিতে প্রদানের কাজ চলমান বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশে কমবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ইএফটিতে প্রদানের কাজ চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত