Ajker Patrika

প্রবৃদ্ধি কমে ৬.১ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২১: ১৮
প্রবৃদ্ধি কমে ৬.১ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের

চলতি অর্থবছরে (২০২২–২৩) দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বহুজাতিক ঋণদানকারী সংস্থা বিশ্ব ব্যাংক। এ দফায় নিজেদের আগের পূর্বাভাসের চেয়ে প্রবৃদ্ধি কমার কথা বলেছে সংস্থাটি। গত এপ্রিলে বিশ্ব ব্যাংক প্রাক্কলন করেছিল জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ। সেই তুলনায় এপ্রিলের প্রাক্কলনের চেয়ে দশমিক ৮ শতাংশ কমে ৬ দশমিক ১ শতাংশ হতে পারে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ডেভেলপমেন্ট আপডেটে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে আগামী অর্থবছরে (২০২৩–২৪) প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ২ শতাংশ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। এপ্রিলে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছিল বিশ্বব্যাংক। এর আগে, সেপ্টেম্বরে এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) প্রবৃদ্ধি কমার অনুমান করেছিল। সংস্থাটির এপ্রিল প্রাক্কলনে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল।

এডিবি ও বিশ্বব্যাংকের প্রাক্কলন সরকারের প্রাক্কলনের চেয়ে ১ থেকে ১ দশমিক ৫ শতাংশ কম। সরকার চলিত অর্থবছরে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে। সরকারি হিসাবে গত বছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে থাকবে বাংলাদেশ। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে মালদ্বীপের প্রবৃদ্ধি হতে পারে সবচেয়ে বেশি, ৮ দশমিক ২ শতাংশ। এরপর ভারতের ৭ শতাংশ, নেপালের ৫ দশমিক ১ শতাংশ, ভুটানের ৪ দশমিক ১ শতাংশ ও পাকিস্তানের ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে অর্থনৈতিক সংকটে থাকা দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশ কমতে পারে বলে মনে করে সংস্থাটি। এ অঞ্চলের অপর দেশ আফগানিস্তানের জন্য পূর্বাভাস দেয়নি বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, ‘মহামারি, বিশ্বব্যাপী তারল্য ও পণ্যের দামের আকস্মিক পরিবর্তন এবং চরমভাবাপন্ন জলবায়ু বিপর্যয় অর্থনীতির জন্য বড় ঝুঁকি। তিনটি ঝুঁকিই গত দুই বছর ধরে একের পর এক এসে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতিকে পরীক্ষায় ফলেছে। এ ধাক্কা সামলাতে এ অঞ্চলের দেশগুলোকে দেশগুলোকে শক্তিশালী রাজস্ব ও আর্থিক সক্ষমতা তৈরি করতে হবে। তাদের জনগণকে রক্ষা করতে সীমিত সম্পদের পুনর্বণ্টনের মাধ্যমে পুনরুদ্ধার সক্ষমতা বাড়াতে তবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত