Ajker Patrika

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৫, ২১: ৩৭
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতা-কর্মী দেখলেই তাঁদের ধরে পুলিশে সোপর্দ করতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা, দলের নিবন্ধন বাতিল ও গণহত্যার দায়ে বিচার’-এর দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।

বিপ্লবী ছাত্র-জনতার উদ্দেশে সামান্তা শারমিন বলেন, যেখানে যখনই আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখবেন, মিছিল দেখবেন, তখনই প্রতিবাদ করবেন এবং পুলিশের কাছে সোপর্দ করবেন। এ দেশে আর কোনো দিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।

এদিন জুমার নামাজের পর থেকে সমাবেশস্থলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় অসংখ্য ছাত্র-জনতাকে মিছিল নিয়ে এনসিপির সমাবেশে অংশ নিতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশে জুলাই অভ্যুত্থানে আহতরাও অংশ নেন।

সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত