জয়নাল আবেদীন খান, ঢাকা
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভর্তুকি, রিজার্ভ, ব্যাংক, খেলাপি ঋণ, মুদ্রানীতি, অর্থ পাচার, পুঁজিবাজার ও রাজস্ব পদ্ধতিতে সংস্কারসহ সামগ্রিক অর্থনীতির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনা শুরু হচ্ছে আজ বুধবার। দাতা সংস্থটির অনেক শর্ত পূরণ ছাড়াই আলোচনার প্রথম দিনে অর্থনৈতিক অগ্রগতি, অর্থ পাচার, মুদ্রানীতি, রিজার্ভের সার্বিক পরিস্থিতি ও ব্যাংকিং বিষয়াবলির ওপর তদারকির বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। তবে প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে সংস্থাটির সফরকালীন কার্যক্রম ও পরিকল্পনার ওপর প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফ দল বাংলাদেশ ব্যাংককে বেঁধে দেওয়া সর্বনিম্ন রিজার্ভের শর্তপূরণ, রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ ও অন্য যেসব অর্থ ব্যয়যোগ্য নয়, তা বাদ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ডের হিসাবে রিজার্ভ গণনা, বাজারভিত্তিক একক রেটে ডলার লেনদেন বিষয়গুলোর বাস্তবায়ন খতিয়ে দেখবে। এ ছাড়া আর্থিক খাতের সংস্কার, মুদ্রানীতি হালনাগাদ, বাস্তবায়নের দুর্বলতা, নীতির আলোকে সামনের দিনে সম্ভাব্যতা, ট্রেজারি বিলের সুদহার, স্মার্ট সুদহার পদ্ধতি, অর্থনীতিতে নতুন সুদহারের বাস্তব চিত্র বিশ্লেষণে নজরদারি রাখার লক্ষ্য আইএমএফের। পাশাপাশি বন্ড মার্কেট, বিদায়ী অর্থবছরের বন্ড মার্কেট পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে সংস্থাটির প্রতিনিধিদল। এ ছাড়া সঞ্চয়পত্র, ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের হালনাগাদ তথ্য এবং সঞ্চয়পত্র-সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবেন আইএমএফের সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পূর্বনির্ধারিত বৈঠক বুধবার (আজ) শুরু হবে। বৈঠকে সংস্থাটি রুটিন কার্যাবলি ও পরিকল্পনার নানা দিক তুলে ধরে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। সবশেষে ১৮ অক্টোবর রেপআপ বৈঠকের মধ্য দিয়ে আলোচনা শেষ হবে। তবে এর সঙ্গে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির কী সম্পর্ক, তা আগাম বলা যাচ্ছে না।’
বাংলাদেশ ব্যাংকের অপর একটি সূত্র জানায়, আইএমএফের সঙ্গে মুদ্রা পাচার রোধে চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা হবে। আমদানি-রপ্তানি বাজারের ওপর মুদ্রানীতির প্রভাব, সাম্প্রতিক সময়ে ডলারের রেট পর্যালোচনা নিয়ে আলোচনা করবে দলটি।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভর্তুকি, রিজার্ভ, ব্যাংক, খেলাপি ঋণ, মুদ্রানীতি, অর্থ পাচার, পুঁজিবাজার ও রাজস্ব পদ্ধতিতে সংস্কারসহ সামগ্রিক অর্থনীতির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনা শুরু হচ্ছে আজ বুধবার। দাতা সংস্থটির অনেক শর্ত পূরণ ছাড়াই আলোচনার প্রথম দিনে অর্থনৈতিক অগ্রগতি, অর্থ পাচার, মুদ্রানীতি, রিজার্ভের সার্বিক পরিস্থিতি ও ব্যাংকিং বিষয়াবলির ওপর তদারকির বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। তবে প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে সংস্থাটির সফরকালীন কার্যক্রম ও পরিকল্পনার ওপর প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফ দল বাংলাদেশ ব্যাংককে বেঁধে দেওয়া সর্বনিম্ন রিজার্ভের শর্তপূরণ, রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ ও অন্য যেসব অর্থ ব্যয়যোগ্য নয়, তা বাদ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ডের হিসাবে রিজার্ভ গণনা, বাজারভিত্তিক একক রেটে ডলার লেনদেন বিষয়গুলোর বাস্তবায়ন খতিয়ে দেখবে। এ ছাড়া আর্থিক খাতের সংস্কার, মুদ্রানীতি হালনাগাদ, বাস্তবায়নের দুর্বলতা, নীতির আলোকে সামনের দিনে সম্ভাব্যতা, ট্রেজারি বিলের সুদহার, স্মার্ট সুদহার পদ্ধতি, অর্থনীতিতে নতুন সুদহারের বাস্তব চিত্র বিশ্লেষণে নজরদারি রাখার লক্ষ্য আইএমএফের। পাশাপাশি বন্ড মার্কেট, বিদায়ী অর্থবছরের বন্ড মার্কেট পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে সংস্থাটির প্রতিনিধিদল। এ ছাড়া সঞ্চয়পত্র, ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের হালনাগাদ তথ্য এবং সঞ্চয়পত্র-সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবেন আইএমএফের সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পূর্বনির্ধারিত বৈঠক বুধবার (আজ) শুরু হবে। বৈঠকে সংস্থাটি রুটিন কার্যাবলি ও পরিকল্পনার নানা দিক তুলে ধরে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। সবশেষে ১৮ অক্টোবর রেপআপ বৈঠকের মধ্য দিয়ে আলোচনা শেষ হবে। তবে এর সঙ্গে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির কী সম্পর্ক, তা আগাম বলা যাচ্ছে না।’
বাংলাদেশ ব্যাংকের অপর একটি সূত্র জানায়, আইএমএফের সঙ্গে মুদ্রা পাচার রোধে চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা হবে। আমদানি-রপ্তানি বাজারের ওপর মুদ্রানীতির প্রভাব, সাম্প্রতিক সময়ে ডলারের রেট পর্যালোচনা নিয়ে আলোচনা করবে দলটি।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১০ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৭ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে