Ajker Patrika

এপ্রিলে গতি কমেছে অর্থনীতির, পিএমআই সূচকে পতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২৫, ১৭: ২৪
এপ্রিলে গতি কমেছে অর্থনীতির, পিএমআই সূচকে পতন

এপ্রিল মাসে কমেছে অর্থনীতির গতি। দেশের অর্থনীতির প্রধান চারটি খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান এপ্রিল মাসে ৮ দশমিক ৮ পয়েন্ট কমেছে। এই মান ৫২ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে, যা গত অক্টোবর মাসের পর থেকে সর্বনিম্ন। মার্চ মাসে এই সূচকের মান ছিল ৬১ দশমিক ৯।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শতবর্ষের পুরোনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ এক বছর ধরে যৌথভাবে এই পিএমআই সূচক প্রণয়ন করছে। আজ বৃহস্পতিবার এই সূচক প্রকাশ করা হয়।

পিএমআই সূচক ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। মান ৫০ থাকলে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি বুঝতে হবে। গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনের জেরে পিএমআই মান ৩৬ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছিল। আগস্টে তা কিছুটা বেড়ে ৪৯ দশমিক ৭ পয়েন্ট হয়। অক্টোবর মাসে তা ৫৫ দশমিক ৭ পয়েন্টে উঠে আসে। এরপর থেকে অর্থনীতি সম্প্রসারণের ধারায় আছে।

এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে দেশের অর্থনীতির প্রধান চারটি খাতই সম্প্রসারিত হয়েছে, যদিও সম্প্রসারণের গতি কমেছে। কৃষি খাতে সপ্তম মাসের মতো, উৎপাদন খাত টানা আট মাস, নির্মাণ খাত টানা পাঁচ মাস ও পরিষেবা খাত সাত মাস ধরে সম্প্রসারণ হয়েছে। প্রধান চারটি খাতের ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে, উৎপাদন ও নির্মাণ সূচকের উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা থাকলেও কৃষি খাতের সম্প্রসারণ হবে ধীরগতিতে।

এই প্রতিবেদন সম্পর্কে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, সম্প্রতি পিএমআই থেকে বোঝা যায়, অর্থনীতির প্রধান খাতগুলোর সম্প্রসারণ অব্যাহত আছে, যদিও গতি কিছুটা কমেছে। এপ্রিল মাসের পিএমআই অক্টোবর মাসে সম্প্রসারণ শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন। দীর্ঘ ছুটির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকা, পোশাক খাতে ট্রাম্পের শুল্কের প্রাথমিক প্রভাব ও জ্বালানি সরবরাহ সমস্যা সম্ভবত এই ধীরগতির কারণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত