Ajker Patrika

রেকর্ড ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার মুনাফা পেয়ে বিশ্বের শীর্ষে এমিরেটস এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ফাইল ছবি
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ফাইল ছবি

এমিরেটস এয়ারলাইনস ২০২৪-২৫ অর্থবছরে তার ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের লাভজনক এয়ারলাইনসগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। এ সময় এয়ারলাইনসের ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।

আজ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইনস, ডানাটা ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ ৩১ মার্চ শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। গ্রুপটি এ সময় রেকর্ড মুনাফা অর্জনের সঙ্গে ইবিআইটিডিএ, রাজস্ব আয় ও ক্যাশ ব্যালেন্সেও নতুন রেকর্ড করেছে। গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফা ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৮ শতাংশ। গ্রুপটির রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ক্যাশ অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ এবং বর্তমানে এর পরিমাণ ১৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ এবং এর পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গ্রুপটির সুদৃঢ় পরিচালন লাভজনকতার পরিচয় বহন করে।

গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইনস রেকর্ড মুনাফা ছাড়াও ৩৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। এয়ারলাইনসটির ক্যাশ অ্যাসেট সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যার পরিমাণ ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, ৩১ মার্চ ২০২৪ সালে পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

এমিরেটস গ্রুপ তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাইয়ে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ প্রদানেরও ঘোষণা দিয়েছে।

এমিরেটস এয়ারলাইনসের মোট যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা গত বছরের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় এয়ারলাইনসটি ৫ দশমিক ৩৭ কোটি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। এমিরেটসের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো উক্ত সময় সারা বিশ্বে ২৩ লাখ টন পণ্য পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।

বর্তমানে এমিরেটস গ্রুপে তাদের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ১ লাখ ২১ হাজার ২২৩ জন কর্মরত রয়েছেন, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। বর্ধিত চাহিদা পূরণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস ও ডানাটা সারা বিশ্বে গত বছর ব্যাপক নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত