Ajker Patrika

দ্রুত মুনাফার লোভে দুর্বল শেয়ারে ঝোঁক

আসাদুজ্জামান নূর, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১১: ০৬
দ্রুত মুনাফার লোভে দুর্বল শেয়ারে ঝোঁক

পুঁজিবাজারে মৌলভিত্তির শেয়ার না কিনে দুর্বল শেয়ারে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে বাড়ছে দুর্বল শেয়ারের দাম। এতে করে নতুন বিনিয়োগ না গিয়ে বাজার পর্যবেক্ষণ করছেন কৌশলী বিনিয়োগকারীরা। ফলে কমেছে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ।

পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে মুনাফার জন্য অপেক্ষা করতে হয়। এসব ভালো শেয়ারের দর খুব দ্রুত বাড়ে না। কিন্তু কারসাজির মাধ্যমে দ্রুত শেয়ারদর বাড়ানো হয় আর্থিকভাবে দুর্বল, লোকসানি, নিয়মিত লভ্যাংশ দেয় না এ রকম কোম্পানির। দ্রুত মুনাফার আশায় এসব কোম্পানির শেয়ার কেনেন বিনিয়োগকারীরা। এতে কেউ কেউ মুনাফা তুললেও সিংহভাগ লোকসানের মুখে পড়েন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, দ্রুত মুনাফা পাওয়া যাবে, এই আশায়ই বিনিয়োগকারীরা দুর্বল শেয়ার বিনিয়োগ করছেন। অনেক সময় তাঁরা মুনাফা পাচ্ছেনও। যাঁরা শেষ দিকে গিয়ে কেনেন, তাঁরা আটকে যাচ্ছেন। তারপর বিভিন্নজনকে দোষারোপ করছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যমতে, গত ছয় বছরে মুনাফার মুখ দেখেনি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। অথচ গতকাল ডিএসইতে দিনের সর্বোচ্চ বা প্রায় ১০ শতাংশ দর বেড়েছে শেয়ারটির। এ রকমভাবে কয়েক মাস ধরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আজিজ পাইপস, বিচ হ্যাচারি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডসহ অনেক দুর্বল কোম্পানি দর বাড়ার ক্ষেত্রে বাজারে নেতৃত্ব দিয়ে আসছে।

দুর্বল কোম্পানির আধিপত্যের কারণে নতুন বিনিয়োগে যাচ্ছেন না কৌশলী বিনিয়োগকারীরা। সাইডলাইনে থেকে বাজার পর্যবেক্ষণ করছেন তাঁরা, যার প্রভাবে পুঁজিবাজারে লেনদেন কমেছে।

গত ৪ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ কর্মদিবসে লেনদেন হয় দেড় হাজার কোটি টাকার বেশি। অথচ গত ৯ কর্মদিবসে তা হাজার কোটি টাকার নিচে অবস্থান করছে।

এ বিষয়ে পুঁজিবাজারের বড় পোর্টফোলিও থাকা বিনিয়োগকারী এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, এখন আর বিনিয়োগকারীরা আতঙ্কিত হন না। ভালো শেয়ারের দাম না বাড়লেও প্যানিক সেল দেন না।

ডিএসইর পরিচালক শরীফ আনোয়ার হোসেন বলেন, ভালো শেয়ারের দাম বাড়ছে না। এসব শেয়ার বিক্রি করছেন না বড় বিনিয়োগকারীরা। নতুনভাবে বিনিয়োগেও যেতে পারছেন না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত