নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি কৃষিপণ্যের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে সরকার এ খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। দেশের দরিদ্র কৃষকদের জন্য কৃষি খাতের লাভজনক বাণিজ্যিকীকরণের চেষ্টাও করছে সরকার। আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ঢাকায় মার্কিন দূতাবাসের ইউএসডিএ এগ্রিকালচারাল আ্যাটাশে মেগান ফ্রানসিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭–এর নির্বাহী পরিচালক জন এলেনবার্গার।
দেশে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করা, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়াতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের কৃষিখাতে সহায়তায় প্রকল্প গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি কৃষিপণ্যের শক্তিশালী অবস্থান নিশ্চিত করার কাজে যুক্তরাষ্ট্র সরকারের এ সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কৃষিপণ্যের বাণিজ্য পদ্ধতির আইনি ও কাঠামোগত সংস্কার, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণের জন্য পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রিত পণ্য সংরক্ষণে অবকাঠামো তৈরি ও উন্নয়নে বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট সহায়ক হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববাণিজ্যে বাংলাদেশি কৃষিপণ্যের শক্তিশালী অবস্থান তৈরি হবে।’
মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বাংলাদেশের বন্দরগুলোতে নতুন নতুন হিমাগার স্থাপন করা দরকার। বাংলাদেশের পচনশীল পণ্যের আমদানি-রপ্তানি সহায়ক অবকাঠামো সৃষ্টিতে প্রকল্পটির অবদান থাকবে।
প্রায় ২ কোটি ৭৪ লাখ ডলার ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে বিশ্ববাণিজ্য সংস্থার ট্রেড ফেসিলিটেশন অ্যাগ্রিমেন্ট সহায়তা করবে, যা বাংলাদেশি পণ্যের বিশ্ববাজারে প্রবেশে সহায়তা এবং আমদানি ব্যয় ও সময় হ্রাসে সহায়ক হবে। এ ছাড়া অবকাঠামোগত সংস্কার এবং এ খাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ আর্থিক সহায়তা দেবে। ২০২০ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ল্যান্ড অ্যান্ড লেকস ভেঞ্চার ৩৭।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক আবুল কাশেম খান, বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মিকায়েল প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি কৃষিপণ্যের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে সরকার এ খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। দেশের দরিদ্র কৃষকদের জন্য কৃষি খাতের লাভজনক বাণিজ্যিকীকরণের চেষ্টাও করছে সরকার। আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ঢাকায় মার্কিন দূতাবাসের ইউএসডিএ এগ্রিকালচারাল আ্যাটাশে মেগান ফ্রানসিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭–এর নির্বাহী পরিচালক জন এলেনবার্গার।
দেশে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করা, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়াতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের কৃষিখাতে সহায়তায় প্রকল্প গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি কৃষিপণ্যের শক্তিশালী অবস্থান নিশ্চিত করার কাজে যুক্তরাষ্ট্র সরকারের এ সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কৃষিপণ্যের বাণিজ্য পদ্ধতির আইনি ও কাঠামোগত সংস্কার, পণ্যের গুণগতমান নিশ্চিতকরণের জন্য পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রিত পণ্য সংরক্ষণে অবকাঠামো তৈরি ও উন্নয়নে বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রজেক্ট সহায়ক হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববাণিজ্যে বাংলাদেশি কৃষিপণ্যের শক্তিশালী অবস্থান তৈরি হবে।’
মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বাংলাদেশের বন্দরগুলোতে নতুন নতুন হিমাগার স্থাপন করা দরকার। বাংলাদেশের পচনশীল পণ্যের আমদানি-রপ্তানি সহায়ক অবকাঠামো সৃষ্টিতে প্রকল্পটির অবদান থাকবে।
প্রায় ২ কোটি ৭৪ লাখ ডলার ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে বিশ্ববাণিজ্য সংস্থার ট্রেড ফেসিলিটেশন অ্যাগ্রিমেন্ট সহায়তা করবে, যা বাংলাদেশি পণ্যের বিশ্ববাজারে প্রবেশে সহায়তা এবং আমদানি ব্যয় ও সময় হ্রাসে সহায়ক হবে। এ ছাড়া অবকাঠামোগত সংস্কার এবং এ খাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ আর্থিক সহায়তা দেবে। ২০২০ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ল্যান্ড অ্যান্ড লেকস ভেঞ্চার ৩৭।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক আবুল কাশেম খান, বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মিকায়েল প্রমুখ।
সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন কৌশল অবলম্বন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২২ মিনিট আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থবছরের মুনাফার তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রশ্ন উঠছে, এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে তাদের পুনর্বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে? পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরাসরি একটি ‘বিনিয়োগ প্রত্যাহার’-এর কৌশল, যা দেশের অর্থনীতি...
১ দিন আগেযুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতা ও অস্থিরতা যখন নতুন চ্যালেঞ্জ, তখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে বাংলাদেশের। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে বাজারটিতে রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৮২৩ কোটি...
১ দিন আগেদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তিন অর্থবছর ধরে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ফল ও কৃষিপণ্য আমদানি বন্ধ থাকায় এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
১ দিন আগে