Ajker Patrika

খুলনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘বিজনেস রিভিউ মিটিং’

খুলনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘বিজনেস রিভিউ মিটিং’

সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ জুন) শহরের সিএসএস আভা সেন্টারে এ মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, ‘সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের সুষম ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমদানি-রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স আহরণ, ডিপোজিটসহ ব্যাংকের বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।’

এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলে উদ্দিন ও এসএমই বিভাগের প্রধান শ্যাম সুন্দর রায়।

খুলনার বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় খুলনা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত