অনলাইন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে ভ্যাট নিবন্ধনের আওতায় আরও বেশি প্রতিষ্ঠান আসছে। গত ছয় মাসে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধন ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যদিও আগস্ট মাসে নিবন্ধনের হার ২৫ শতাংশ নেতিবাচক ছিল।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আমিন শেখ বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী ছয় মাসে পূর্ববর্তী একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন দিতে সক্ষম হয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও পরে এনবিআরের কার্যকর উদ্যোগের ফলে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে ভ্যাট নিবন্ধনের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪, যা ২০২৪ সালের আগস্টে কমে দাঁড়ায় ৪ হাজার ২২৮ টিতে। অর্থাৎ এ সময়ে নিবন্ধনের হার ২৫ শতাংশ হ্রাস পায়। তবে এনবিআরের নতুন প্রশাসন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিআর ইতিমধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে, যেখানে ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত রাখা হয়েছে।
এদিকে এনবিআর মাঠপর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন প্রদান ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে। নিবন্ধন বৃদ্ধিতে সফল কর্মকর্তাদের ‘বিশেষ স্বীকৃতি’র ঘোষণাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে আল-আমিন শেখ বলেন, ভ্যাট নেট সম্প্রসারণে এনবিআর দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ছয় মাসে নতুন নিবন্ধনের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর সব অংশীজন, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে ভ্যাট নিবন্ধনের আওতায় আরও বেশি প্রতিষ্ঠান আসছে। গত ছয় মাসে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধন ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যদিও আগস্ট মাসে নিবন্ধনের হার ২৫ শতাংশ নেতিবাচক ছিল।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আমিন শেখ বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী ছয় মাসে পূর্ববর্তী একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন দিতে সক্ষম হয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও পরে এনবিআরের কার্যকর উদ্যোগের ফলে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে ভ্যাট নিবন্ধনের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪, যা ২০২৪ সালের আগস্টে কমে দাঁড়ায় ৪ হাজার ২২৮ টিতে। অর্থাৎ এ সময়ে নিবন্ধনের হার ২৫ শতাংশ হ্রাস পায়। তবে এনবিআরের নতুন প্রশাসন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিআর ইতিমধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে, যেখানে ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত রাখা হয়েছে।
এদিকে এনবিআর মাঠপর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন প্রদান ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে। নিবন্ধন বৃদ্ধিতে সফল কর্মকর্তাদের ‘বিশেষ স্বীকৃতি’র ঘোষণাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে আল-আমিন শেখ বলেন, ভ্যাট নেট সম্প্রসারণে এনবিআর দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ছয় মাসে নতুন নিবন্ধনের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর সব অংশীজন, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করছে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
৭ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১৬ ঘণ্টা আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে