অনলাইন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে ভ্যাট নিবন্ধনের আওতায় আরও বেশি প্রতিষ্ঠান আসছে। গত ছয় মাসে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধন ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যদিও আগস্ট মাসে নিবন্ধনের হার ২৫ শতাংশ নেতিবাচক ছিল।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আমিন শেখ বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী ছয় মাসে পূর্ববর্তী একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন দিতে সক্ষম হয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও পরে এনবিআরের কার্যকর উদ্যোগের ফলে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে ভ্যাট নিবন্ধনের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪, যা ২০২৪ সালের আগস্টে কমে দাঁড়ায় ৪ হাজার ২২৮ টিতে। অর্থাৎ এ সময়ে নিবন্ধনের হার ২৫ শতাংশ হ্রাস পায়। তবে এনবিআরের নতুন প্রশাসন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিআর ইতিমধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে, যেখানে ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত রাখা হয়েছে।
এদিকে এনবিআর মাঠপর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন প্রদান ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে। নিবন্ধন বৃদ্ধিতে সফল কর্মকর্তাদের ‘বিশেষ স্বীকৃতি’র ঘোষণাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে আল-আমিন শেখ বলেন, ভ্যাট নেট সম্প্রসারণে এনবিআর দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ছয় মাসে নতুন নিবন্ধনের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর সব অংশীজন, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে ভ্যাট নিবন্ধনের আওতায় আরও বেশি প্রতিষ্ঠান আসছে। গত ছয় মাসে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধন ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যদিও আগস্ট মাসে নিবন্ধনের হার ২৫ শতাংশ নেতিবাচক ছিল।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আমিন শেখ বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাটের আওতা বাড়ানো এবং নতুন নতুন ভ্যাটদাতাকে ভ্যাট নেটে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে তিনি দায়িত্ব গ্রহণের পরবর্তী ছয় মাসে পূর্ববর্তী একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি প্রতিষ্ঠানকে নতুন নিবন্ধন দিতে সক্ষম হয়েছেন।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও পরে এনবিআরের কার্যকর উদ্যোগের ফলে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে ভ্যাট নিবন্ধনের সংখ্যা ছিল ৫ হাজার ৬৪৪, যা ২০২৪ সালের আগস্টে কমে দাঁড়ায় ৪ হাজার ২২৮ টিতে। অর্থাৎ এ সময়ে নিবন্ধনের হার ২৫ শতাংশ হ্রাস পায়। তবে এনবিআরের নতুন প্রশাসন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা শনাক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিআর ইতিমধ্যে ভ্যাটযোগ্য বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে, যেখানে ৩০ লাখ টাকা পর্যন্ত ভ্যাটমুক্ত রাখা হয়েছে।
এদিকে এনবিআর মাঠপর্যায়ের সব কমিশনারকে নতুন নিবন্ধন প্রদান ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশ দিয়েছে। এ ছাড়া কর্মকর্তাদের নতুন ভ্যাটদাতা বাড়ানোর জন্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করতে বলা হয়েছে। নিবন্ধন বৃদ্ধিতে সফল কর্মকর্তাদের ‘বিশেষ স্বীকৃতি’র ঘোষণাও দেওয়া হয়েছে।
এ বিষয়ে আল-আমিন শেখ বলেন, ভ্যাট নেট সম্প্রসারণে এনবিআর দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ছয় মাসে নতুন নিবন্ধনের সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এনবিআর সব অংশীজন, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করছে।
দেশের ব্যাংক খাতে এখন নগদ টাকার ঘাটতি নেই, ঘাটতি শুধু আস্থার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০২৫ সালের জুন শেষে নিট উদ্বৃত্ত তারল্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা চাহিদার প্রায় দ্বিগুণ। অথচ এই বিপুল অর্থ বাজারে প্রবাহিত হচ্ছে না।
১ ঘণ্টা আগেবিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক সরকারি কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত সোমবার রেলভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ-সংক্রান্ত করণীয় নির্ধারণে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি...
১ ঘণ্টা আগেদেশ থেকে পাচার হওয়া অর্থের প্রায় ৭৫ শতাংশই বাণিজ্যের আড়ালে পাচার হচ্ছে, যেখানে আমদানি-রপ্তানির সময় মিথ্যা ঘোষণার আশ্রয়ে বিদেশে অর্থ স্থানান্তর করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় উপস্থাপিত গবেষণাপত্রে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা হাজারো কনটেইনারের অনেকেই জন্মেছে গাছ, কিছু মরিচা পড়ে ভেঙে গেছে। এসব অচল কনটেইনার দখল করে রেখেছে মূল্যবান জায়গা, কমিয়ে দিয়েছে রাজস্ব, ক্ষতিগ্রস্ত করেছে শিপিং লাইন। সেই অচলাবস্থা কাটিয়ে বন্দরের কার্যকারিতা ফেরাতে এবার ব্যবহারযোগ্য ৪৫৬ কনটেইনার পণ্য নিলামে...
১ ঘণ্টা আগে