কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়েছে সরকার। এত দিন রেমিট্যান্সে ২ শতাংশ করে নগদ সহায়তা পেয়ে আসছিলেন প্রবাসীরা। আজ (১ জানুয়ারি, ২০২২) থেকে ২ দশমিক ৫ শতাংশ করে রেমিট্যান্সে প্রণোদনা দেবে সরকার। সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে সরকার কর্তৃক ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি ২০২২ হতে কার্যকর হবে। সরকার কর্তৃক গৃহীত বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান সার্কুলার/নীতিমালা সংশোধনপূর্বক জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’
২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার আগে রেমিট্যান্সে প্রণোদনা ২ শতাংশ থেকে ৪ শতাংশ করার দাবি জানিয়ে আসছিলেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে তা না বাড়িয়ে ২ শতাংশই রাখে সরকার। ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করলে তার জন্য সরকারের অতিরিক্ত ৪ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। দশমিক ৫ শতাংশ বাড়ানো ফলে সরকারের ১ হাজার কোটি টাকা অতিরিক্ত লাগবে।
রেমিট্যান্সে প্রণোদনা বাড়িয়েছে সরকার। এত দিন রেমিট্যান্সে ২ শতাংশ করে নগদ সহায়তা পেয়ে আসছিলেন প্রবাসীরা। আজ (১ জানুয়ারি, ২০২২) থেকে ২ দশমিক ৫ শতাংশ করে রেমিট্যান্সে প্রণোদনা দেবে সরকার। সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানি লন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে সরকার কর্তৃক ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি ২০২২ হতে কার্যকর হবে। সরকার কর্তৃক গৃহীত বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান সার্কুলার/নীতিমালা সংশোধনপূর্বক জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।’
২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার আগে রেমিট্যান্সে প্রণোদনা ২ শতাংশ থেকে ৪ শতাংশ করার দাবি জানিয়ে আসছিলেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে তা না বাড়িয়ে ২ শতাংশই রাখে সরকার। ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করলে তার জন্য সরকারের অতিরিক্ত ৪ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। দশমিক ৫ শতাংশ বাড়ানো ফলে সরকারের ১ হাজার কোটি টাকা অতিরিক্ত লাগবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
৫ ঘণ্টা আগেদেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৫ ঘণ্টা আগেমাত্র ১ মাস ১৯ দিনে ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত মার্চ মাসে তাঁরা ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আর চলতি মাস এপ্রিলের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)
৬ ঘণ্টা আগে