Ajker Patrika

৬ ব্যাংকে এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৬ ব্যাংকে এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ

অনিয়ম, দুর্নীতি ও বেনামি ঋণের অভিযোগ থাকায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ছয়টি ব্যাংকের নতুন করে ঋণ বিতরণ ও এলসির ওপর বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সেসব ব্যাংকের গ্রাহক ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোর এলসি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। 

একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তিন হাজার কোটি টাকার সহজ ঋণ চেয়েছে সংগঠনটি। এ ছাড়া রপ্তানি উন্নয়ন তহবিলের সীমা আর না কমানোরও দাবি জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেখা করতে এসে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, গভর্নরের সঙ্গে দেখা করে বিজিএমইএর নেতারা জানান, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তিন হাজার কোটি টাকার সহজ ঋণের দাবি জানান তাঁরা। এসব ঋণের সুদসহ আগামী ১ বছরের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিষয়টি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন।

এর আগে দুপুরে আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএর নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত