Ajker Patrika

এসএমই ফাউন্ডেশন-ইআরএফ অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার শাহ আলম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৭: ২৫
আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিজনেস এডিটর শাহ আলম খান। ছবি: আজকের পত্রিকা।
আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিজনেস এডিটর শাহ আলম খান। ছবি: আজকের পত্রিকা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে উন্নত প্রযুক্তির ব্যবহার: চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব নিয়ে প্রতিবেদন করে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বিজনেস এডিটর শাহ আলম খান।

আজ বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ আলম খানের হাতে ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

‘প্রযুক্তির ছোঁয়া নেই ৯৫ শতাংশ প্রতিষ্ঠানে: ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কারের মনোনয়ন পান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য শাহ আলম খান এর আগে ‘বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন। ইআরএফের পুরস্কার ছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য হিসেবে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’-এ সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যম থেকে মোট ২১ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে ইআরএফ সদস্য ছাড়াও সদস্যবহির্ভূত সাংবাদিকেরাও পুরস্কার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত