Ajker Patrika

তিন সপ্তাহের মধ্যে উত্তর না দিলে ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৮: ৩৫
তিন সপ্তাহের মধ্যে উত্তর না দিলে ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা

বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির কাছে গ্রাহকদের দেনা পরিশোধসহ যেসব প্রশ্নের উত্তর চেয়েছিল আগামী তিন সপ্তাহের মধ্যে সেগুলোর উত্তর না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার বিকেলে ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটিকে তিন সপ্তাহের সময় দেওয়ার সিদ্ধান্ত আসে। বৈঠক শেষে ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান এ তথ্য জানান। 

হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইভ্যালি কীভাবে গ্রাহকদের দেনা পরিশোধ করবে এবং তাদের আয় ব্যয়ের সার্বিক তথ্য জানাতে আমরা চিঠি দিয়েছিলাম। কিন্তু ৩১ জুলাই চিঠি পাঠিয়ে ইভ্যালি জানায়, সমস্ত তথ্য দিতে তাদের ছয় মাস সময় লাগবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ইভ্যালির বিষয়ক কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ছয় মাস নয়, তাদের তিন সপ্তাহ সময় দেওয়া হবে। এর মধ্যে জবাব না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, কমিটি সদস্যরা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

তিন সপ্তাহের সময় পাওয়া প্রসঙ্গে ইভ্যালির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, থার্ড পার্টি দিয়ে অডিট করিয়ে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশ্নগুলোর জবাব দিতে চেয়েছিলাম। এ জন্য ছয় মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তিন সপ্তাহ সময় দিয়েছে এটা আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি। আনুষ্ঠানিকভাবে জানার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত