নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধসে পড়া পুঁজিবাজার নিয়ে অবশেষে সরব হলো সরকার। ধারাবাহিক দরপতন ও বিনিয়োগকারীদের ক্রমাগত আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ ইস্যুতে আবারও উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। আজ রোববার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৬ মে এ বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠায়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করে ফের চিঠিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং এফআইডির সচিব নাজমা মোবারেককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তবে বাজারসংশ্লিষ্টদের মতে, এমন সংকটকালে মাত্র চারজনের উপস্থিতিতে বৈঠক যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের প্রশ্ন—বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, এনবিআর, আইসিবি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারদের ছাড়া বাজার উন্নয়নের রূপরেখা কীভাবে নির্ধারিত হবে?
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর কিছুটা ঘুরে দাঁড়ালেও, বিএসইসি চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের আগমনের পর থেকেই ফের দুর্দশায় ঘুরপাক খাচ্ছে বাজার। বাজার মূলধন উড়ে গেছে ৪৮ হাজার কোটি টাকার বেশি, সূচক হারিয়েছে প্রায় হাজার পয়েন্ট। আস্থা হারিয়ে বিনিয়োগকারীরা বারবার রাস্তায় নামছেন, আর পদত্যাগ দাবি করছেন বর্তমান কমিশনের।
শুধু তা-ই নয়, এ সময়ে ২১ কর্মকর্তা বরখাস্ত ও ২ জনকে শোকজ করে নিজেদের ভেতরে শৃঙ্খলাহীন অবস্থায় পড়েছে বিএসইসি। এমন বাস্তবতায় সরকার যে বৈঠকে বসছে, সেটিকে বাজারসংশ্লিষ্টরা স্বাগত জানালেও, অংশগ্রহণকারীদের তালিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন—এ বৈঠকে সব কথা কী আদৌ উঠবে?
ধসে পড়া পুঁজিবাজার নিয়ে অবশেষে সরব হলো সরকার। ধারাবাহিক দরপতন ও বিনিয়োগকারীদের ক্রমাগত আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ ইস্যুতে আবারও উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। আজ রোববার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৬ মে এ বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠায়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করে ফের চিঠিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং এফআইডির সচিব নাজমা মোবারেককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তবে বাজারসংশ্লিষ্টদের মতে, এমন সংকটকালে মাত্র চারজনের উপস্থিতিতে বৈঠক যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের প্রশ্ন—বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, এনবিআর, আইসিবি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারদের ছাড়া বাজার উন্নয়নের রূপরেখা কীভাবে নির্ধারিত হবে?
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর কিছুটা ঘুরে দাঁড়ালেও, বিএসইসি চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের আগমনের পর থেকেই ফের দুর্দশায় ঘুরপাক খাচ্ছে বাজার। বাজার মূলধন উড়ে গেছে ৪৮ হাজার কোটি টাকার বেশি, সূচক হারিয়েছে প্রায় হাজার পয়েন্ট। আস্থা হারিয়ে বিনিয়োগকারীরা বারবার রাস্তায় নামছেন, আর পদত্যাগ দাবি করছেন বর্তমান কমিশনের।
শুধু তা-ই নয়, এ সময়ে ২১ কর্মকর্তা বরখাস্ত ও ২ জনকে শোকজ করে নিজেদের ভেতরে শৃঙ্খলাহীন অবস্থায় পড়েছে বিএসইসি। এমন বাস্তবতায় সরকার যে বৈঠকে বসছে, সেটিকে বাজারসংশ্লিষ্টরা স্বাগত জানালেও, অংশগ্রহণকারীদের তালিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন—এ বৈঠকে সব কথা কী আদৌ উঠবে?
পুঁজিবাজারে তালিকাভুক্ত একাধিক বহুজাতিক কোম্পানি গত অর্থবছরের মুনাফার তুলনায় বেশি পরিমাণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রশ্ন উঠছে, এই প্রতিষ্ঠানগুলো কি বাংলাদেশে তাদের পুনর্বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে? পুঁজিবাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরাসরি একটি ‘বিনিয়োগ প্রত্যাহার’-এর কৌশল, যা দেশের অর্থনীতি...
১ দিন আগেযুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতা ও অস্থিরতা যখন নতুন চ্যালেঞ্জ, তখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে বাংলাদেশের। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে বাজারটিতে রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৮২৩ কোটি...
১ দিন আগেদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তিন অর্থবছর ধরে লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ফল ও কৃষিপণ্য আমদানি বন্ধ থাকায় এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
১ দিন আগেস্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ জুলাই) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
১ দিন আগে