Ajker Patrika

ভোলাকে আধুনিক শিল্প নগরীতে পরিণত করা হবে: শিল্পমন্ত্রী

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২০: ৩০
ভোলাকে আধুনিক শিল্প নগরীতে পরিণত করা হবে: শিল্পমন্ত্রী

ভোলা জেলাকে আধুনিক শিল্প নগরীতে পরিণত করা হবে উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ভোলায় গ্যাসভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে এখানে এলএনজি টার্মিনাল, নৌবন্দরসহ বড় কিছু তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলায় সার কারখানা স্থাপনের জন্য ভেদুরিয়া, ইলিশাসহ সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন শেষে এমন পরিকল্পনার কথা জানান শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, ‘ভোলাকে আমরা গুরুত্ব দিচ্ছি, এখানে প্রচুর গ্যাস আছে। কৃষির জন্য অনেক সার আমদানি করতে হয়। আমরা ফিজিবিলিটি (সম্ভাব্যতা) যাচাই করে দেখব, কতটা আমাদের পক্ষে সম্ভব। ৩০ বছরের জন্য পরিকল্পনা করতে হবে। পোর্ট সিটি ও এলএনজি টার্মিনাল করার সম্ভাবনা রয়েছে। আমার আশাবাদী, ভোলায় বড় কিছু করতে পারব।’

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘আমরা সার কারখানা করে সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে বিদেশ থেকে আর সার আনতে হবে না। আমরা গিয়ে পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করব।’

এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার সকালে মন্ত্রী ভোলায় শেলটেক সিরামিক ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘ভোলার মানুষের কর্মসংস্থান ও স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি, সরকার বর্তমানে ভোলাকে শিল্পের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ মনে করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত