Ajker Patrika

আইডিবি সম্মেলনে যেতে চার ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের মানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মে ২০২৩, ১৫: ১৯
আইডিবি সম্মেলনে যেতে চার ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের মানা 

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমতি চেয়েছিল চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তারা আইডিবি সম্মেলনের পাশাপাশি চলতি মৌসুমে ওমরাহ পালনের সুযোগ চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক ডলার সাশ্রয়ের লক্ষ্যে তাদের আবেদন মঞ্জুর করেনি।

ওই সম্মেলনে বাংলাদেশের কোনো ব্যাংকের এমডিদের অংশগ্রহণ বাধ্যতামূলক না থাকায় তাদের ব্যাংকের খরচে সৌদি যেতে বারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তাদের নিজস্ব খরচে ওমরাহর উদ্দেশে সৌদি আরব যেতে আবেদন করলে তা আপত্তি জানাবে না বাংলাদেশ ব্যাংক এমনি কেন্দ্রীয় ব্যাংকে একটি সূত্র নিশ্চিত করেছে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আলী রেজা ইফতেখার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ আবেদন করেছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে মাসরুর আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আবেদন করেছিলাম। তবে অন্যদের বিষয়ে কিছু বলা সম্ভব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত