Ajker Patrika

এনবিআর চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আল্টিমেটাম

বিশেষ প্রতিনিধি, ঢাকা
Thumbnail image

সরকার পতনের পালাবদলে টানা আন্দোলন চলছে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরে। আজ সোমবারও সংস্থার কর্মীরা বিক্ষোভ করে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

এদিকে, ব্যবসা–বাণিজ্যে স্থবিরতার জন্য এনবিআর চেয়ারম্যানকে দায়ী করে অবিলম্বে তাঁর পদত্যাগ চেয়েছে রপ্তানি খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন–বিজিএপিএমইএ। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বৈঠকে নেতারা এ দাবি জানান।

এনবিআরে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই আয়কর, মূল্য সংযোজন কর (মূসক), ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মীরা কর্মবিরতি পালনের পাশাপাশি আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে জড়ো হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ কর্মসূচি সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চালিয়ে যান। তাঁরা বঞ্চিত কর্মীদের পদোন্নতিসহ এনবিআর চেয়ারম্যানকে অপসারণের পর গ্রেপ্তার করারও দাবি জানান।

চেয়ারম্যানের পদত্যাগের আল্টিমেটাম ঘোষণা করে কর্মসূচি দেন বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাক্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ এবং বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মজিবুর রহমান।

কর্মীদের পাশাপাশি এনবিআরের কর্মকর্তারাও চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিবৃতি দিয়েছেন। এনবিআরের কর্মীরা জানান, সরকার পতনের পর থেকে আন্দোলন চললেও সংস্থার চেয়ারম্যান এ সময়ে একদিনের জন্যও এনবিআরে আসেননি। তিনি অফিস করছেন সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ–আইআরডিতে।

অপরদিকে আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে এনবিআর চেয়ারম্যানকে ব্যবসা–বাণিজ্যে স্থবিরতার জন্য দায়ী করে ব্যবসায়ীদের সংগঠন বিজিএপিএমইএর নেতারা বলেছেন, এনবিআরের আমূল সংস্কার করতে হবে। ব্যবসায়ীদের হয়রানি ও অত্যাচার বন্ধে এনবিআর কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার দাবি করেন তাঁরা।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ও থাই চেম্বারের সভাপতি শামস মাহমুদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত