লোহিত সাগর এবং এডেন উপসাগরে কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ডেনমার্কের মেয়ার্স্ক। হুতি বিদ্রোহীদের হামলার মুখে কার্যক্রম বন্ধের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর হুতিদের বিরুদ্ধে বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর গতকাল রোববার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মেয়ার্স্ক। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।
মেয়ার্স্ক এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং এডেন উপসাগরের আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেয়ার্স্ক এবং সমুদ্রপথের অন্যান্য পরিবহন প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় তাদের কার্যক্রম স্থগিত করেছিল। আমাদের নৌযান এবং জাহাজের পণ্যসম্ভারের নিরাপত্তা সব সময়ই আমাদের অগ্রাধিকার ছিল এবং থাকবে। সে সঙ্গে, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে সব জরুরি ব্যবস্থা চালু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘রোববার ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে আমরা নিশ্চিত হয়েছি যে পূর্বে ঘোষিত বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন প্রস্পারিটি গার্ডিয়ান (ওপিজি) স্থাপন করা হয়েছে। সে সঙ্গে, লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে সামুদ্রিক বাণিজ্যের অনুমতি দিয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, এশিয়া ও ইউরোপের মধ্যে প্রবেশদ্বার হিসেবে সুয়েজ খালও আবার ব্যবহার করা যাবে। এটি সমগ্র শিল্প এবং প্রকৃতপক্ষে বিশ্ব বাণিজ্যের কার্যকারিতার জন্য একটি দারুণ খবর।
লোহিত সাগর হয়ে ইসরায়েলের পথে পণ্য পরিবহন বন্ধ করে দিচ্ছে বিশ্বের বড় বড় জাহাজ পরিবহন সংস্থাগুলো। এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ডেনমার্কের মেয়ার্স্ক ও জার্মানির হ্যাপাগ-লয়েডের মতো প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী একাধিক বিদেশি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ঘোষণায় হুতি বিদ্রোহীরা জানিয়েছিল, লোহিত সাগর হয়ে যেসব জাহাজ ইসরায়েলে যাবে, সেগুলোর ওপর হামলা চালানো হবে।
এ অবস্থায় ডেনিশ জাহাজ পরিবহন প্রতিষ্ঠান মেয়ার্স্ক এবং জার্মান জাহাজ পরিবহন প্রতিষ্ঠান হ্যাপাগ-লয়েড এই অঞ্চল দিয়ে নিজেদের জাহাজগুলোকে চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
লোহিত সাগর এবং এডেন উপসাগরে কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ডেনমার্কের মেয়ার্স্ক। হুতি বিদ্রোহীদের হামলার মুখে কার্যক্রম বন্ধের কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এরপর হুতিদের বিরুদ্ধে বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর গতকাল রোববার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মেয়ার্স্ক। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে খবরটি জানান হয়েছে।
মেয়ার্স্ক এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং এডেন উপসাগরের আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেয়ার্স্ক এবং সমুদ্রপথের অন্যান্য পরিবহন প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় তাদের কার্যক্রম স্থগিত করেছিল। আমাদের নৌযান এবং জাহাজের পণ্যসম্ভারের নিরাপত্তা সব সময়ই আমাদের অগ্রাধিকার ছিল এবং থাকবে। সে সঙ্গে, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে সব জরুরি ব্যবস্থা চালু করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘রোববার ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখে আমরা নিশ্চিত হয়েছি যে পূর্বে ঘোষিত বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন প্রস্পারিটি গার্ডিয়ান (ওপিজি) স্থাপন করা হয়েছে। সে সঙ্গে, লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে সামুদ্রিক বাণিজ্যের অনুমতি দিয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, এশিয়া ও ইউরোপের মধ্যে প্রবেশদ্বার হিসেবে সুয়েজ খালও আবার ব্যবহার করা যাবে। এটি সমগ্র শিল্প এবং প্রকৃতপক্ষে বিশ্ব বাণিজ্যের কার্যকারিতার জন্য একটি দারুণ খবর।
লোহিত সাগর হয়ে ইসরায়েলের পথে পণ্য পরিবহন বন্ধ করে দিচ্ছে বিশ্বের বড় বড় জাহাজ পরিবহন সংস্থাগুলো। এই তালিকায় রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম জাহাজ পরিবহন প্রতিষ্ঠান ডেনমার্কের মেয়ার্স্ক ও জার্মানির হ্যাপাগ-লয়েডের মতো প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী একাধিক বিদেশি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ঘোষণায় হুতি বিদ্রোহীরা জানিয়েছিল, লোহিত সাগর হয়ে যেসব জাহাজ ইসরায়েলে যাবে, সেগুলোর ওপর হামলা চালানো হবে।
এ অবস্থায় ডেনিশ জাহাজ পরিবহন প্রতিষ্ঠান মেয়ার্স্ক এবং জার্মান জাহাজ পরিবহন প্রতিষ্ঠান হ্যাপাগ-লয়েড এই অঞ্চল দিয়ে নিজেদের জাহাজগুলোকে চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে চতুর্থ ও পঞ্চম কিস্তির আওতায় মোট ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ে সম্মতি দিয়েছে। আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে এই অর্থ জুন মাসেই একসঙ্গে ছাড় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে গভর্নর আশ্বস্ত করে বলেন, রপ্তানি আয় ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উচ্চ প্রবাহ থাকায় বাজারভিত্তিক মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় ডলারের দর উল্লেখযোগ্যভাবে বাড়বে না। এই পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।
২ ঘণ্টা আগেসিগারেটের বর্তমান কর চার স্তর কমিয়ে তিন স্তরে নামানো এবং প্রতি শলাকার দাম কমপক্ষে ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘বাংলাদেশে সিগারেটের করকাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তাঁরা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সিগারেটের করকাঠামো ঢেলে সাজানো...
২ ঘণ্টা আগেদেশের বিভিন্ন কর অঞ্চল ও কাস্টমস হাউসে কলম বিরতি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সরেজমিনে দেখা যায়, কর্মকর্তারা যথারীতি দপ্তরে এসেছেন। তবে কোনো দাপ্তরিক কাজ করছেন না তাঁরা। কেবল বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এনবিআরের কর, শুল্ক ও মূসক নীতি বিভাগের কর্মকর্তারা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
৫ ঘণ্টা আগে