নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার শিগগির বাজারভিত্তিক করা হবে। রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দরে বাড়তি প্রভাব পড়বে না। নতুন নিয়মে ডলারের দরে সর্বোচ্চ সীমা ১২২ টাকা থাকছে না। বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে ডলারের দাম নির্ধারিত হবে। তা ১২২-এর বেশি বা কম হতে পারে।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান গভর্নর।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গভর্নর। সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
সংবাদ সম্মেলনে গভর্নর আশ্বস্ত করে বলেন, রপ্তানি আয় ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উচ্চ প্রবাহ থাকায় বাজারভিত্তিক মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় ডলারের দর উল্লেখযোগ্যভাবে বাড়বে না। এই পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।
আহসান এইচ মনসুর জানান, সংস্কারপ্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুন মাসে আইএমএফের দুটি কিস্তিসহ দেশের অর্থনৈতিক সহায়তা তহবিল হিসেবে পাওয়া যাবে।
আহসান এইচ মনসুর আরও জানান, আগামী জুনের মধ্যে আরও সাড়ে ৩ বিলিয়ন ডলার আসবে। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবিসহ কয়েকটি সংস্থা থেকে আরও ২ দশমিক ২০ বিলিয়ন ডলারের ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে আগামী মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ আসবে।
গভর্নর বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ব্যাংকের গভর্ন্যান্স নিশ্চিত করা। ইতিমধ্যে ১৪টি বোর্ডে পরিবর্তন আনা হয়েছে, যেখানে গুণগত পরিবর্তন এসেছে।’
এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের ডলারের বাজার এখন অনেকটাই স্থিতিশীল। এ সময় আমাদের বাজারভিত্তিক যাওয়ার সিদ্ধান্ত ঠিকই আছে। এখন সবাইকে সবার জায়গা থেকে কাজ করতে হবে। সুযোগ পেয়ে যদি ডলারের বাজার নিয়ে কেউ খেলা করে, সেটা ঠিক হবে না। আশা করছি, ডলারের বাজার স্থিতিশীলই থাকবে। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ সঠিকভাবে পালন করব বলেই আশা করছি।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার শিগগির বাজারভিত্তিক করা হবে। রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দরে বাড়তি প্রভাব পড়বে না। নতুন নিয়মে ডলারের দরে সর্বোচ্চ সীমা ১২২ টাকা থাকছে না। বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে ডলারের দাম নির্ধারিত হবে। তা ১২২-এর বেশি বা কম হতে পারে।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান গভর্নর।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গভর্নর। সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
সংবাদ সম্মেলনে গভর্নর আশ্বস্ত করে বলেন, রপ্তানি আয় ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) উচ্চ প্রবাহ থাকায় বাজারভিত্তিক মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় ডলারের দর উল্লেখযোগ্যভাবে বাড়বে না। এই পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।
আহসান এইচ মনসুর জানান, সংস্কারপ্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুন মাসে আইএমএফের দুটি কিস্তিসহ দেশের অর্থনৈতিক সহায়তা তহবিল হিসেবে পাওয়া যাবে।
আহসান এইচ মনসুর আরও জানান, আগামী জুনের মধ্যে আরও সাড়ে ৩ বিলিয়ন ডলার আসবে। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবিসহ কয়েকটি সংস্থা থেকে আরও ২ দশমিক ২০ বিলিয়ন ডলারের ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে আগামী মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলারের ঋণ আসবে।
গভর্নর বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ব্যাংকের গভর্ন্যান্স নিশ্চিত করা। ইতিমধ্যে ১৪টি বোর্ডে পরিবর্তন আনা হয়েছে, যেখানে গুণগত পরিবর্তন এসেছে।’
এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের ডলারের বাজার এখন অনেকটাই স্থিতিশীল। এ সময় আমাদের বাজারভিত্তিক যাওয়ার সিদ্ধান্ত ঠিকই আছে। এখন সবাইকে সবার জায়গা থেকে কাজ করতে হবে। সুযোগ পেয়ে যদি ডলারের বাজার নিয়ে কেউ খেলা করে, সেটা ঠিক হবে না। আশা করছি, ডলারের বাজার স্থিতিশীলই থাকবে। আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ সঠিকভাবে পালন করব বলেই আশা করছি।’
ঢাকার এক দম্পতির বিরুদ্ধে গৃহপালিত বিড়ালকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের কর্মস্থল গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মাকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন নেটিজেনরা। ঘটনা প্রসঙ্গে প্রতিষ্ঠান দুটিও নিজ নিজ...
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক সংস্থা ব্র্যান্ড ফিন্যান্সের হিসেব অনুযায়ী, ২০২৪ সালে এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর কারণ হিসেবে সংস্থাটি বিশ্বব্যাপী আকাশভ্রমণকারীদের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা অর্জনের ক্রমবর্ধমান প্রবণতাকে উল্লেখ করেছে।
২ ঘণ্টা আগেসুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি বাজারে নিয়ে এসেছে নিডো ৫+, যা স্কুলগামী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। ১২ মে এক জমকালো অনুষ্ঠানে নিডো ৫+ এর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জনাব রেটো রেংলি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে আরও তিনটি কারখানাকে লিড সনদ দিয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। এর মধ্যে ইউএসজিবিসি থেকে সর্বোচ্চ ১০৭ নম্বর পেয়ে বিশ্বের সেরা পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানার স্বীকৃতি অর্জন করেছে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত তাসনিয়া ফ্যাব্রিকস লিমিটেডের প্রশাসনিক ভবন।
৩ ঘণ্টা আগে