Ajker Patrika

হুমকিতে দেশীয় ফ্রিজ-এসি শিল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে উৎপাদিত ফ্রিজ ও এসির খুচরা যন্ত্রাংশে আমদানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে হুমকিতে পড়েছে দেশীয় ইলেকট্রনিকস শিল্প। উদ্যোক্তারা বলছেন, এতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার লোকের কর্মসংস্থানের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে। তাঁদের দাবি, আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের অর্থ হলো, নিজের উৎপাদন পেছনে ফেলে আমদানিকে উৎসাহ দেওয়া। ফলে স্থানীয় উৎপাদন মুখ থুবড়ে পড়বে। বাড়বে বৈদেশিক নির্ভরতা, কমবে নতুন বিনিয়োগ।

গত ২৭ মে রেফ্রিজারেটর, ফ্রিজার ও এয়ারকন্ডিশনারের যেসব যন্ত্রাংশ দেশে উৎপাদিত হয় না, সেগুলো আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে স্বস্তি প্রকাশ করে ফ্রিজ ও এসি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে ২৪ জুন জারি করা সংশোধনী এসআরওতে দেশে উৎপাদিত কিছু যন্ত্রাংশকেও শুল্কমুক্ত আমদানির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন দেশীয় উদ্যোক্তারা।

নতুন তালিকায় অন্তর্ভুক্ত কিছু খুচরা যন্ত্রাংশ হলো, স্টপার ব্লক, ডিওডোরেন্ট ব্লক, পিপি বটম প্লেট, ক্রিস্পার কভার, ড্রেনেজ পাইপ কভার, কম্প্রেসর হাউস কভার, কটন প্যাড, রেফ্রিজারেটর শেলফ, ডাম্পিং ব্লক, লাইট হোল্ডার, ফ্যান ব্লোয়ার, এক্সিয়াল ফ্যান, এয়ার গাইড প্লেট, টিউব প্লেট, আইডিইউ প্যানেল, ক্রস ফ্লো ফ্যান ইত্যাদি।

দেশীয় প্রতিষ্ঠান যেমন ওয়ালটন, মিনিস্টার ও যমুনা ইলেকট্রনিকস ইতিমধ্যে এসব যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদন করছে। ফলে এসব পণ্যে শুল্ক প্রত্যাহার হলে তারা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হবে এবং আমদানি বেশি লাভজনক হয়ে উঠবে। এতে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প সংকুচিত হবে এবং ভবিষ্যতে আর কেউ এসব যন্ত্রাংশ তৈরিতে বিনিয়োগে আগ্রহী হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

যেসব প্রতিষ্ঠানের দেশে এসব যন্ত্রাংশ তৈরির সক্ষমতা, প্রযুক্তি ও প্ল্যান্ট রয়েছে; তাদের উপেক্ষা করে কেন আমদানিতে ছাড় দেওয়া হলো। এর পেছনে কী যুক্তি রয়েছে এবং কাদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উৎপাদন শিল্পের আড়ালে সংযোজন শিল্পই বেশি লাভবান হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

দক্ষিণ এশিয়ার নয়া আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত