দৈনিক ভাস্করের প্রতিবেদন
আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে নতুন জোট গঠনের চেষ্টা চালছে বলে চাউর হয়েছে। বিশেষ করে, গত ৯ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এই বিষয়ে গুঞ্জন আরও উসকে উঠেছে। ভারতীয় হিন্দি ভাষার সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই জোটের নাম হতে পারে ‘সাউথ এশিয়া-চায়না অ্যালায়েন্স—এসএএসএ বা SACA বা সাকা)।
দক্ষিণ এশিয়া ও চীনের সহযোগিতা কেন্দ্রিক এই প্রস্তাবিত জোটকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হিসেবে চীনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিক ভাস্কর জানিয়েছে, সাকা-জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও এই জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে প্রাথমিক তিনটি দেশের বাইরেও এই জোটের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানে চীনা কূটনীতিকেরা সক্রিয়ভাবে লবিং করছেন। প্রাথমিকভাবে মালদ্বীপ ও আফগানিস্তান জোটে যোগ দেওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছে বলে জানা গেছে। যদিও এ নিয়ে এখনো কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সর্বশেষ পূর্ণাঙ্গ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালের কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার জেরে ২০২০ সালে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বয়কট করে ভারত।
এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় চীন তার দীর্ঘমেয়াদি অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। পাকিস্তান ইতিমধ্যেই চীনের বৃহত্তম বিনিয়োগ অংশীদার। দেশটিতে চীনের ৬ হাজার কোটি ডলারের প্রকল্প চলমান। এখন চীনের আঞ্চলিক কৌশল, বিশেষ করে ভারতের নেতৃত্বাধীন সার্কের জবাবে গড়ে ওঠা সাকা জোটের অগ্রগতিতেও মুখ্য ভূমিকা নিচ্ছে পাকিস্তান।
এদিকে, চীন-পাকিস্তানের উদ্যোগে এই নতুন জোট গঠনের আলাপ সামনে আসার পরপরই ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অবিনাশ মোহনানী বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বজুড়ে জোট গড়েছে, ঠিক সেভাবেই চীন এখন ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার করছে। তিনি বলেছেন, ‘চীন এখন পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে সার্কের বিকল্প জোট গড়ছে। এখন তাদের প্রভাব নেপাল, ভুটান, শ্রীলঙ্কাতেও ছড়িয়ে পড়ছে।’
আরও খবর পড়ুন:
দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে নতুন জোট গঠনের চেষ্টা চালছে বলে চাউর হয়েছে। বিশেষ করে, গত ৯ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এই বিষয়ে গুঞ্জন আরও উসকে উঠেছে। ভারতীয় হিন্দি ভাষার সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই জোটের নাম হতে পারে ‘সাউথ এশিয়া-চায়না অ্যালায়েন্স—এসএএসএ বা SACA বা সাকা)।
দক্ষিণ এশিয়া ও চীনের সহযোগিতা কেন্দ্রিক এই প্রস্তাবিত জোটকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হিসেবে চীনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিক ভাস্কর জানিয়েছে, সাকা-জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও এই জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে প্রাথমিক তিনটি দেশের বাইরেও এই জোটের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানে চীনা কূটনীতিকেরা সক্রিয়ভাবে লবিং করছেন। প্রাথমিকভাবে মালদ্বীপ ও আফগানিস্তান জোটে যোগ দেওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছে বলে জানা গেছে। যদিও এ নিয়ে এখনো কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সর্বশেষ পূর্ণাঙ্গ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালের কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার জেরে ২০২০ সালে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বয়কট করে ভারত।
এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় চীন তার দীর্ঘমেয়াদি অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। পাকিস্তান ইতিমধ্যেই চীনের বৃহত্তম বিনিয়োগ অংশীদার। দেশটিতে চীনের ৬ হাজার কোটি ডলারের প্রকল্প চলমান। এখন চীনের আঞ্চলিক কৌশল, বিশেষ করে ভারতের নেতৃত্বাধীন সার্কের জবাবে গড়ে ওঠা সাকা জোটের অগ্রগতিতেও মুখ্য ভূমিকা নিচ্ছে পাকিস্তান।
এদিকে, চীন-পাকিস্তানের উদ্যোগে এই নতুন জোট গঠনের আলাপ সামনে আসার পরপরই ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অবিনাশ মোহনানী বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বজুড়ে জোট গড়েছে, ঠিক সেভাবেই চীন এখন ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার করছে। তিনি বলেছেন, ‘চীন এখন পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে সার্কের বিকল্প জোট গড়ছে। এখন তাদের প্রভাব নেপাল, ভুটান, শ্রীলঙ্কাতেও ছড়িয়ে পড়ছে।’
আরও খবর পড়ুন:
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৬ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
৯ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ ঘণ্টা আগে