Ajker Patrika

এডিপি অনুমোদন

১০ খাতেই ৭৪ শতাংশ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৫, ০৪: ৩০
গ্রাফিক্স: আজকের পত্রিকা
গ্রাফিক্স: আজকের পত্রিকা

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংকুচিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রাখা হচ্ছে মোট ১ হাজার ১৭১টি প্রকল্প। এতে মোট ২ লাখ ৩০ হাজার কোটি টাকার যে উন্নয়ন ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে সরকারের অগ্রাধিকারভিত্তিক ১০ খাতেই খরচ করা হবে ৭৪.৪০ শতাংশ; টাকার অঙ্কে যার পরিমাণ ১ লাখ ৬৩ হাজার ৯৯ কোটি টাকা। দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পরিবেশবান্ধব টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতেই এ পরিকল্পনা; যা গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় চূড়ান্ত হয়েছে।

সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের যে বাজেট আসছে, এটা শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন বাজেট নয়। বাজেট ছোট হলেও বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ও জনগুরুত্বপূর্ণ খাতগুলোই বরাদ্দে অগ্রাধিকার পাবে।

তথ্যমতে, আসন্ন বাজেটে এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেতে যাওয়া খাত হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ খাত বা বিভাগটি বরাদ্দ পাচ্ছে ৩৬ হাজার কোটি টাকা। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় পাচ্ছে ৩২ হাজার কোটি টাকা। বিদ্যুৎ বিভাগকে দেওয়া হচ্ছে ২০ হাজার কোটি টাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ রাখা হচ্ছে সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এরপরই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১২ হাজার কোটি, স্বাস্থ্যসেবা ১১ হাজার কোটি টাকা পাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হচ্ছে ১১ হাজার কোটি টাকা। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়কে ৯ হাজার কোটি, পানিসম্পদ মন্ত্রণালয়কে ৮ হাজার কোটি এবং রেলপথ মন্ত্রণালয়কে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।

সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমোদিত ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। বৈদেশিক ঋণ নেওয়া হবে ৮৬ হাজার কোটি টাকা। এ ছাড়া সিটি করপোরেশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট এডিপি ৮ হাজার ৫৯৯ কোটি ৭১ লাখ টাকা। অন্যদিকে আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দ করা প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে ৭৫৪টি, বৈদেশিক ঋণ পাওয়া সুবিধার জন্য ২০০টি এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৬টি প্রকল্প বাস্তবায়িত হবে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এডিপিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়নি। কারণ, এ খাতে অনেক অবকাঠামো (হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্র) তৈরি হয়েছে, কিন্তু কোথাও চিকিৎসক নেই। এ জন্য বরাদ্দ কম দেওয়া হয়েছে। তবুও সেটা গত অর্থবছরের তুলনায় বেশি আছে। তবে শিক্ষা খাতে এডিপিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের সমস্যা রয়েছে, স্কুলে অবকাঠামো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে—এগুলো সংস্কার এবং নির্মাণ করা দরকার। এ জন্য বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। এটা অনেক বড় কিছু না; তবে এখান থেকে শুরু করা হলে ভবিষ্যতে এই ধারাবাহিকতায় বরাদ্দ বাড়তে থাকবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘এবার দায়িত্বজ্ঞানহীন বাজেট হচ্ছে না। বাজেট ব্যবস্থাপনা টেকসই করাই হলো আমাদের মূল লক্ষ্য। এই বাজেটে আমাদের রাজস্ব বৃদ্ধির চেষ্টা থাকবে। একই সঙ্গে জিডিপি ৪ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করা হবে। টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নে যাবে না সরকার। এর প্রভাব সঙ্গে সঙ্গে না পড়লেও কিছুদিন পরে তা মূল্যস্ফীতির ওপর পড়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত