নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারকে শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী। গতকাল রোববার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমি তা করতে প্রস্তুত। সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উন্নয়নকাঠামো গড়ে তোলা হবে।’
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, পুঁজিবাজার সংস্কারবিষয়ক টাস্কফোর্স ও ডিএসইর পরিচালনা পর্ষদ সদস্যরা, ডিবিএ, সিডিবিএল, সিসিবিএলসহ বিভিন্ন অংশী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ড. আনিসুজ্জামান বলেন, ‘যেসব প্রতিবন্ধকতা বিএসইসি ও ডিএসইর আওতায় রয়েছে, তা দ্রুত সমাধান করতে হবে। আর যেসব বিষয় নিয়ন্ত্রক সংস্থার আওতার বাইরে, সেগুলো আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে জানাব এবং সমাধানে যথাযথ পদক্ষেপ নেব।’
অর্থনীতির ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়বে জানিয়ে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিদেশি ঋণ পরিশোধসহ অর্থনীতিতে অনেক ইতিবাচক ঘটনা ঘটছে। এসবের প্রভাব শিগগির পুঁজিবাজারে পড়বে।’
তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার বাজার সংস্কারে আন্তরিক। পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হবে। প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক ও কাঠামোগত উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
সভায় ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সরকারি সিকিউরিটিজে উচ্চ সুদের হার, করপোরেট মুনাফার হ্রাস, টাকার অবমূল্যায়ন, নেগেটিভ ইক্যুইটি এবং কিছু অসাধু চক্রের কারসাজির কারণে বাজারে আস্থা সংকট তৈরি হয়েছে।
পুঁজিবাজারের আস্থা বাড়াতে করণীয় তুলে ধরে ডিএসই চেয়ারম্যান বলেন, ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ, ব্রোকারেজ কমিশন দশমিক ৫ শতাংশ থেকে হ্রাস করে দশমিক ৩৫ শতাংশ করা, ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ এক লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত করা এবং লভ্যাংশের উৎসে কর ১০ শতাংশ বা ১৫ শতাংশ চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা, নেগেটিভ ইক্যুইটির বোঝা থেকে বিনিয়োগকারীদের মুক্ত করা, প্রতি এক লাখ টাকার অগ্রিম আয়কর ৫০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা করা প্রয়োজন।
পুঁজিবাজারকে শক্তিশালী ও গতিশীল করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী। গতকাল রোববার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নে যা যা করা প্রয়োজন, আমি তা করতে প্রস্তুত। সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উন্নয়নকাঠামো গড়ে তোলা হবে।’
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, পুঁজিবাজার সংস্কারবিষয়ক টাস্কফোর্স ও ডিএসইর পরিচালনা পর্ষদ সদস্যরা, ডিবিএ, সিডিবিএল, সিসিবিএলসহ বিভিন্ন অংশী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ড. আনিসুজ্জামান বলেন, ‘যেসব প্রতিবন্ধকতা বিএসইসি ও ডিএসইর আওতায় রয়েছে, তা দ্রুত সমাধান করতে হবে। আর যেসব বিষয় নিয়ন্ত্রক সংস্থার আওতার বাইরে, সেগুলো আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে জানাব এবং সমাধানে যথাযথ পদক্ষেপ নেব।’
অর্থনীতির ইতিবাচক প্রভাব পুঁজিবাজারে পড়বে জানিয়ে আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিদেশি ঋণ পরিশোধসহ অর্থনীতিতে অনেক ইতিবাচক ঘটনা ঘটছে। এসবের প্রভাব শিগগির পুঁজিবাজারে পড়বে।’
তিনি আশ্বাস দিয়ে বলেন, সরকার বাজার সংস্কারে আন্তরিক। পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান করা হবে। প্রধান উপদেষ্টা দেশের অর্থনৈতিক ও কাঠামোগত উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
সভায় ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সরকারি সিকিউরিটিজে উচ্চ সুদের হার, করপোরেট মুনাফার হ্রাস, টাকার অবমূল্যায়ন, নেগেটিভ ইক্যুইটি এবং কিছু অসাধু চক্রের কারসাজির কারণে বাজারে আস্থা সংকট তৈরি হয়েছে।
পুঁজিবাজারের আস্থা বাড়াতে করণীয় তুলে ধরে ডিএসই চেয়ারম্যান বলেন, ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ, ব্রোকারেজ কমিশন দশমিক ৫ শতাংশ থেকে হ্রাস করে দশমিক ৩৫ শতাংশ করা, ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ এক লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত করা এবং লভ্যাংশের উৎসে কর ১০ শতাংশ বা ১৫ শতাংশ চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা, নেগেটিভ ইক্যুইটির বোঝা থেকে বিনিয়োগকারীদের মুক্ত করা, প্রতি এক লাখ টাকার অগ্রিম আয়কর ৫০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের কাছ থেকে চীনের শিপইয়ার্ডে তৈরি দুটি নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল বুধবার এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন দেয়।
১ ঘণ্টা আগেদেশের ৩৫টি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে বিনা খরচে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. ইব্রাহিম ভূঞা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সহযোগিতায় মেলাটির আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
২ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার টি এ এল দায়ে আর্ন, এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট পার্টনার বেনজামিন চু এবং বিজিএমইএ পরিচালক রুমানা রশীদ।
২ ঘণ্টা আগে