Ajker Patrika

সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগে ৭৯ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৮: ১৭
Thumbnail image

প্রস্তাবিত বাজেটে ২০২৪-২৫ অর্থবছরের সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে। আজ বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী।

প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ২ হাজার ২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে। সর্বোচ্চ আদালতের জন্য এবার বরাদ্দ করা হয়েছে ২৪৮ কোটি টাকা। 

সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ হয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা। গত অর্থবছরের চাইতে এবার সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য মূল বরাদ্দ ছিল ১ হাজার ৯৪৩ কোটি টাকা। তবে, সংশোধিত বাজেটে সেটি করা হয় ১ হাজার ৭১৭ কোটি টাকা। ওই অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেটে সেটি করা হয় ২৩৬ কোটি টাকা। চলতি অর্থবছরে সুপ্রিম কোর্টের বরাদ্দ বেড়েছে ১১ কোটি টাকা। 

বাজেটের মূল বরাদ্দের হিসেবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৭৯ কোটি টাকা। আবার গত অর্থবছরে সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য সংশোধিত বরাদ্দের হিসাবে চলতি অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৩১৭ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত