Ajker Patrika

ভ্যাটের আওতা ও করহার বাড়াবে সরকার, আইনের খসড়া অনুমোদন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আজ বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। ছবি: পিআইডি
আজ বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। ছবি: পিআইডি

সময়ে সময়ে কমানো ভ্যাট ও করের হার উন্নীত করে আদর্শ অবস্থানে নেবে সরকার। এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বুধবার তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়ার অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অব্যাহতির সংস্কৃতি পরিহার করে ভ্যাটের আওতা বাড়ানো, হ্রাসকৃত হার ক্রমান্বয়ে সংকোচন করে আদর্শ হারে উন্নীতকরণ, কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বাড়ানোর লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সংশোধনী করে নতুন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই খসড়ার ওপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং নিতে হবে।

কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বাড়াতে বিমান টিকিটের আবগারি শুল্ক যৌক্তিকীকরণ করতে আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে কেন্দ্রীয় আবগারি আইন (The Excises and Salt Act, 1944) সংশোধন করে অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশগুলো কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষকে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইটভাটাকেন্দ্রিক বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডকে এয়ার পিউরিফায়ারের বিদ্যমান শুল্ক কমিয়ে এর ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে সংগতিপূর্ণভাবে সরকারি কর্মসম্পাদনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে বিদ্যমান ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ কাঠামো পুনর্গঠন করতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পর্যালোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত