Ajker Patrika

ভোগের ‘বিজনেস ১০০ ইনোভেটর’ তালিকায় ২ বাংলাদেশি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ৩০
ভোগের ‘বিজনেস ১০০ ইনোভেটর’ তালিকায় ২ বাংলাদেশি

‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। এর মধ্যে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন সম্মানজনক ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে এই তালিকায় রয়েছেন। এ ছাড়া তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা।

আজ সোমবার এ তালিকা প্রকাশ করেছে ভোগ ম্যাগাজিন।
 
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।

যেসব নেতা, প্রতিষ্ঠাতা এবং কর্মী ফ্যাশন শিল্পকে আরও টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তিকে নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩ তালিকা।

এ বছর ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে—টেক অ্যান্ড ওয়েব ৩ ইনোভেটরস, সাসটেইনেবিলিটি থট লিডারস, নেক্সট–জেনার এন্টারপ্রেনার্স অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিসরাপ্টারস এবং চ্যাম্পিয়নস অব চেঞ্জ।

এতে বলা হয়, ?ভোগ বিজনেস ১০০ ইনোভেটর্স-২০২৩? এর তালিকায় জায়গা করে নিয়েছেন প্রাক্তন সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা। তালিকায় তাকে ?সাসটেইনেবিলিটি থট লিডার? হিসেবে উল্লেখ করা হয়েছে।

তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত