অনলাইন ডেস্ক
‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। এর মধ্যে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন সম্মানজনক ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে এই তালিকায় রয়েছেন। এ ছাড়া তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা।
আজ সোমবার এ তালিকা প্রকাশ করেছে ভোগ ম্যাগাজিন।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
যেসব নেতা, প্রতিষ্ঠাতা এবং কর্মী ফ্যাশন শিল্পকে আরও টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তিকে নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩ তালিকা।
এ বছর ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে—টেক অ্যান্ড ওয়েব ৩ ইনোভেটরস, সাসটেইনেবিলিটি থট লিডারস, নেক্সট–জেনার এন্টারপ্রেনার্স অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিসরাপ্টারস এবং চ্যাম্পিয়নস অব চেঞ্জ।
এতে বলা হয়, ?ভোগ বিজনেস ১০০ ইনোভেটর্স-২০২৩? এর তালিকায় জায়গা করে নিয়েছেন প্রাক্তন সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা। তালিকায় তাকে ?সাসটেইনেবিলিটি থট লিডার? হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। এর মধ্যে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন সম্মানজনক ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে এই তালিকায় রয়েছেন। এ ছাড়া তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা।
আজ সোমবার এ তালিকা প্রকাশ করেছে ভোগ ম্যাগাজিন।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
যেসব নেতা, প্রতিষ্ঠাতা এবং কর্মী ফ্যাশন শিল্পকে আরও টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তিকে নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩ তালিকা।
এ বছর ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে—টেক অ্যান্ড ওয়েব ৩ ইনোভেটরস, সাসটেইনেবিলিটি থট লিডারস, নেক্সট–জেনার এন্টারপ্রেনার্স অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিসরাপ্টারস এবং চ্যাম্পিয়নস অব চেঞ্জ।
এতে বলা হয়, ?ভোগ বিজনেস ১০০ ইনোভেটর্স-২০২৩? এর তালিকায় জায়গা করে নিয়েছেন প্রাক্তন সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা। তালিকায় তাকে ?সাসটেইনেবিলিটি থট লিডার? হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
কাগুজে ও ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে নেওয়া হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এস আলম গ্রুপ। পাচারের এই অর্থ ফেরাতে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।) দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএ
১০ ঘণ্টা আগেপশ্চিমের বলয় থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিকসের জন্ম। এই জোটের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক সময়ে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
১৭ ঘণ্টা আগেগার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড দেশের একটি সুপরিচিত বিমা প্রতিষ্ঠান, সম্প্রতি বিমা কার্যক্রম পরিচালনায় নিয়ম লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছে। প্রায় চার বছর ধরে সিইও (মুখ্য নির্বাহী কর্মকর্তা) ছাড়া প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০২১ সালের জানুয়ারি মাস থেকে সিইও পদটি শূন্য, যা বিমা আইন..
১ দিন আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনো রাজস্ব আহরণের আধুনিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে পারছে না। বিশেষ করে আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এখনো অনেক পিছিয়ে। ২০০৫ সালে অটোমেশনের উদ্যোগ নেওয়া হলেও দুই দশক পরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
১ দিন আগে