‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। এর মধ্যে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন সম্মানজনক ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে এই তালিকায় রয়েছেন। এ ছাড়া তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা।
আজ সোমবার এ তালিকা প্রকাশ করেছে ভোগ ম্যাগাজিন।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
যেসব নেতা, প্রতিষ্ঠাতা এবং কর্মী ফ্যাশন শিল্পকে আরও টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তিকে নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩ তালিকা।
এ বছর ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে—টেক অ্যান্ড ওয়েব ৩ ইনোভেটরস, সাসটেইনেবিলিটি থট লিডারস, নেক্সট–জেনার এন্টারপ্রেনার্স অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিসরাপ্টারস এবং চ্যাম্পিয়নস অব চেঞ্জ।
এতে বলা হয়, ?ভোগ বিজনেস ১০০ ইনোভেটর্স-২০২৩? এর তালিকায় জায়গা করে নিয়েছেন প্রাক্তন সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা। তালিকায় তাকে ?সাসটেইনেবিলিটি থট লিডার? হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
‘ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩’ তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। এর মধ্যে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন সম্মানজনক ‘সাসটেইনেবিলিটি থট লিডার’ হিসেবে এই তালিকায় রয়েছেন। এ ছাড়া তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা।
আজ সোমবার এ তালিকা প্রকাশ করেছে ভোগ ম্যাগাজিন।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
যেসব নেতা, প্রতিষ্ঠাতা এবং কর্মী ফ্যাশন শিল্পকে আরও টেকসই ও সুন্দর করার জন্য অসামান্য অবদান রেখেছেন এমন সব ব্যক্তিকে নিয়ে এবার প্রকাশিত হয়েছে বার্ষিক ভোগ বিজনেস ১০০ ইনোভেটর ২০২৩ তালিকা।
এ বছর ভোগ বিজনেস ১০০ ইনোভেটরদের ৫টি বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে—টেক অ্যান্ড ওয়েব ৩ ইনোভেটরস, সাসটেইনেবিলিটি থট লিডারস, নেক্সট–জেনার এন্টারপ্রেনার্স অ্যান্ড অ্যাজিটেটরস, বিউটি ডিসরাপ্টারস এবং চ্যাম্পিয়নস অব চেঞ্জ।
এতে বলা হয়, ?ভোগ বিজনেস ১০০ ইনোভেটর্স-২০২৩? এর তালিকায় জায়গা করে নিয়েছেন প্রাক্তন সাংবাদিক এবং নারী স্বাস্থ্য বিষয়ক অ্যাডভোকেট তাওহিদা শিরোপা। তালিকায় তাকে ?সাসটেইনেবিলিটি থট লিডার? হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাওহিদা শিরোপা বাংলাদেশি স্টার্টআপ ‘মনের বন্ধু’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি গার্মেন্টস কারখানার শ্রমিক, মহিলা এবং যুবকদের কাউন্সেলিং, ওয়ার্কশপসহ কম খরচে সহজলভ্য মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা দিয়ে থাকে।
বাংলাদেশের আরও ৩০ লাখ মানুষের জীবনে নেমে আসতে পারে দারিদ্র্যের অন্ধকার। বিশ্বব্যাংক সতর্ক করেছে, চলতি অর্থবছরেই এই বিপর্যয় সামনে আসছে। একসময় যে মানুষগুলো অল্প আয়ের ভেতরেও বুকভরা আশা নিয়ে দিন কাটাত, আজ তারা রুটি-রুজির টানাপোড়েনে নুয়ে পড়ছে।
৩০ মিনিট আগেদেশের ব্যাংকিং খাতে আবারও ঋণ পুনঃ তপসিলের হিড়িক পড়েছে। পুরোনো ধারাবাহিকতায় বছরের পর বছর ঋণ পুনঃ তপসিল করে আড়াল করা হচ্ছে প্রকৃত খেলাপি ঋণের চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৪ সালে প্রায় ৫৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তপসিল হয়েছে। এর বড় একটি অংশ, প্রায় ৩৬ হাজার কোটি টাকা পুনঃ তপসিল কর
৩৮ মিনিট আগেগত এক দশকে বাংলাদেশের চামড়াশিল্প টানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যেখানে দেশের অন্যান্য রপ্তানিমুখী খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সেখানে চামড়া খাত বিপরীত চিত্র দেখাচ্ছে। ২০১২ সালে এ খাত থেকে রাজস্ব আয় হয়েছিল ১১৩ কোটি মার্কিন ডলার, যা ২০২৪ সালে নেমে এসেছে ৯৭ কোটি ডলারে। অর্থাৎ ১০ বছরে বাৎসরিক আয়
৪৩ মিনিট আগেতরুণ স্থপতিদের মেধা ও স্বপ্নকে সম্মান জানাতে ষষ্ঠবারের মতো দেওয়া হলো ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’। আধুনিক স্থাপত্য ভাবনার দূরদর্শিতা ও সৃজনশীলতায় এগিয়ে থাকা তিনজন শিক্ষার্থী পেলেন এই সম্মাননা। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী
১ ঘণ্টা আগে