আসাদুজ্জামান নূর, ঢাকা
রাজস্ব ঘাটতির চাপ, বিদেশি ঋণদাতাদের শর্ত আর কর ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে একসঙ্গে বাতিল করা হয়েছে করছাড়-সংক্রান্ত ১২টি সরকারি আদেশ (এসআরও), যেগুলো গত ১৬ বছরে বিভিন্ন সময় জারি করা হয়েছিল। কৃষি, খামার, স্বাস্থ্য, শিক্ষা ও জনহিতকর খাতে দেওয়া এসব ছাড়ের অনেক নিয়ে বিতর্ক ছিল—অনেকে বলেছিলেন, এগুলোর অপব্যবহার হচ্ছিল এবং একধরনের করফাঁকির সুযোগ সৃষ্টি হচ্ছিল।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি, প্রাণিসম্পদ, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং কিছু বিশেষায়িত খাতকে উৎসাহ দিতে ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে এসব এসআরও জারি করা হয়েছিল। কারও ক্ষেত্রে সম্পূর্ণ কর-অব্যাহতি, কারও ক্ষেত্রে আয়ের ওপর কর হ্রাস বা নির্দিষ্ট সীমার নিচে করফাঁকি মওকুফ করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব ছাড় ব্যবসায়িক সুবিধার বদলে কিছু গোষ্ঠীর অপচালনার হাতিয়ার হয়ে উঠেছিল। রাজস্ব হারাচ্ছিল সরকার; কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছিল না। এ কারণে আইএমএফএর ঋণের শর্ত পূরণের তাগিদে ধাপে ধাপে এসব আদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাজেট বক্তব্যে উঠে এসেছে এবং অর্থবিলের মাধ্যমে তা স্পষ্ট করা হয়েছে।
বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে রয়েছে জনহিতকর প্রতিষ্ঠানে দানের বিপরীতে করমুক্ত সুবিধা, কৃষি, মৎস্য ও পোলট্রি খাতের আয়ে করছাড়, সঞ্চয়পত্রের মুনাফার ওপর চূড়ান্ত কর নির্ধারণ, সম্পত্তি হস্তান্তরের মূলধনি আয় করমুক্ত ঘোষণা, আমদানি করা চাল ও ফলমূলের ওপর কর রেয়াত, এমনকি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে বিশেষ কর সুবিধাও।
এসব আদেশের মাধ্যমে কর-অব্যাহতি পেত বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, মানিকগঞ্জের স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং হাসপাতাল, ঢাকা স্কুল অব ইকোনমিকস ফাউন্ডেশন এবং গফুর মরিয়ম সাত্তার সাকেরা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান। বিতর্কের কেন্দ্রে ছিল তাঁদের করমুক্ত দান গ্রহণের বৈধতা ও স্বচ্ছতা।
এ ছাড়া খোসা ছাড়ানো পোলট্রি ফিড, গবাদিপশু ও চিংড়ির পেলেটেড ফিড, স্থানীয় বীজ উৎপাদন, মৌমাছি ও রেশম গুটিপোকা খামার, ফুল চাষ, হ্যাচারি ও মাছ চাষের আয়—সবকিছুর ওপর করছাড় ছিল এসআরও-১৯৯,২৫৫ ও ১৫৭-এ। এগুলোও বাতিল করা হয়েছে।
এসআরও-২৫৩ ও ২৮৬-এ সঞ্চয়পত্রের মুনাফা, স্থায়ী আমানত এবং সম্পত্তি হস্তান্তরের আয়ের ওপর উৎসে কর চূড়ান্ত ধরা হতো—অতিরিক্ত কর দিতে হতো না। এগুলোর সুবিধা তুলে নেওয়া হচ্ছে।
ফল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল এসআরও-৮২-এর মাধ্যমে, তাও বাতিল। ফল আমদানিকারক সমিতির সভাপতি সেরাজুল ইসলাম বলেন, ‘ফলমূল বিলাসী নয়; বরং প্রয়োজনীয় খাদ্য। করছাড় না থাকলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এ পণ্যগুলো।’
তবে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘করছাড়ের সংস্কৃতি থেকে বের হতেই হবে। তবে দেশীয় শিল্প যেন হুমকিতে না পড়ে এবং মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষকে না ঘিরে ধরে—সে ভারসাম্য রক্ষা করাই হবে মূল চ্যালেঞ্জ।’
বিশ্লেষকদের মতে, বাজেটে ঘোষিত এ সিদ্ধান্ত প্রমাণ করছে যে সরকার করনীতিকে সংস্কারের পথে নিতে চাইছে। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা করছাড় সংস্কৃতিকে এক ধাক্কায় তুলে দিলে কিছু খাতে তা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজন খাতভিত্তিক পুনর্মূল্যায়ন এবং বিকল্প সহায়তা প্যাকেজ।
রাজস্ব ঘাটতির চাপ, বিদেশি ঋণদাতাদের শর্ত আর কর ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যেই বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে একসঙ্গে বাতিল করা হয়েছে করছাড়-সংক্রান্ত ১২টি সরকারি আদেশ (এসআরও), যেগুলো গত ১৬ বছরে বিভিন্ন সময় জারি করা হয়েছিল। কৃষি, খামার, স্বাস্থ্য, শিক্ষা ও জনহিতকর খাতে দেওয়া এসব ছাড়ের অনেক নিয়ে বিতর্ক ছিল—অনেকে বলেছিলেন, এগুলোর অপব্যবহার হচ্ছিল এবং একধরনের করফাঁকির সুযোগ সৃষ্টি হচ্ছিল।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি, প্রাণিসম্পদ, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং কিছু বিশেষায়িত খাতকে উৎসাহ দিতে ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে এসব এসআরও জারি করা হয়েছিল। কারও ক্ষেত্রে সম্পূর্ণ কর-অব্যাহতি, কারও ক্ষেত্রে আয়ের ওপর কর হ্রাস বা নির্দিষ্ট সীমার নিচে করফাঁকি মওকুফ করা হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব ছাড় ব্যবসায়িক সুবিধার বদলে কিছু গোষ্ঠীর অপচালনার হাতিয়ার হয়ে উঠেছিল। রাজস্ব হারাচ্ছিল সরকার; কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছিল না। এ কারণে আইএমএফএর ঋণের শর্ত পূরণের তাগিদে ধাপে ধাপে এসব আদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা বাজেট বক্তব্যে উঠে এসেছে এবং অর্থবিলের মাধ্যমে তা স্পষ্ট করা হয়েছে।
বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে রয়েছে জনহিতকর প্রতিষ্ঠানে দানের বিপরীতে করমুক্ত সুবিধা, কৃষি, মৎস্য ও পোলট্রি খাতের আয়ে করছাড়, সঞ্চয়পত্রের মুনাফার ওপর চূড়ান্ত কর নির্ধারণ, সম্পত্তি হস্তান্তরের মূলধনি আয় করমুক্ত ঘোষণা, আমদানি করা চাল ও ফলমূলের ওপর কর রেয়াত, এমনকি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে বিশেষ কর সুবিধাও।
এসব আদেশের মাধ্যমে কর-অব্যাহতি পেত বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, বগুড়ার রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, মানিকগঞ্জের স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং হাসপাতাল, ঢাকা স্কুল অব ইকোনমিকস ফাউন্ডেশন এবং গফুর মরিয়ম সাত্তার সাকেরা ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান। বিতর্কের কেন্দ্রে ছিল তাঁদের করমুক্ত দান গ্রহণের বৈধতা ও স্বচ্ছতা।
এ ছাড়া খোসা ছাড়ানো পোলট্রি ফিড, গবাদিপশু ও চিংড়ির পেলেটেড ফিড, স্থানীয় বীজ উৎপাদন, মৌমাছি ও রেশম গুটিপোকা খামার, ফুল চাষ, হ্যাচারি ও মাছ চাষের আয়—সবকিছুর ওপর করছাড় ছিল এসআরও-১৯৯,২৫৫ ও ১৫৭-এ। এগুলোও বাতিল করা হয়েছে।
এসআরও-২৫৩ ও ২৮৬-এ সঞ্চয়পত্রের মুনাফা, স্থায়ী আমানত এবং সম্পত্তি হস্তান্তরের আয়ের ওপর উৎসে কর চূড়ান্ত ধরা হতো—অতিরিক্ত কর দিতে হতো না। এগুলোর সুবিধা তুলে নেওয়া হচ্ছে।
ফল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল এসআরও-৮২-এর মাধ্যমে, তাও বাতিল। ফল আমদানিকারক সমিতির সভাপতি সেরাজুল ইসলাম বলেন, ‘ফলমূল বিলাসী নয়; বরং প্রয়োজনীয় খাদ্য। করছাড় না থাকলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে এ পণ্যগুলো।’
তবে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘করছাড়ের সংস্কৃতি থেকে বের হতেই হবে। তবে দেশীয় শিল্প যেন হুমকিতে না পড়ে এবং মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষকে না ঘিরে ধরে—সে ভারসাম্য রক্ষা করাই হবে মূল চ্যালেঞ্জ।’
বিশ্লেষকদের মতে, বাজেটে ঘোষিত এ সিদ্ধান্ত প্রমাণ করছে যে সরকার করনীতিকে সংস্কারের পথে নিতে চাইছে। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা করছাড় সংস্কৃতিকে এক ধাক্কায় তুলে দিলে কিছু খাতে তা নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজন খাতভিত্তিক পুনর্মূল্যায়ন এবং বিকল্প সহায়তা প্যাকেজ।
দেশের প্রশিক্ষিত রন্ধনশিল্পীরা (শেফ) এখন থেকে পাবেন আন্তর্জাতিক মানের সনদ। রাজধানীর গুলশানের এক হোটেলে গতকাল শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট (আইসিআই) ও যুক্তরাজ্যের ওয়ার্ল্ড মাস্টার শেফসের (ডব্লিউএমসি) মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১ ঘণ্টা আগেগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে মূল্যবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে প্রায় ছয় গুণ বেশি। এমন ঢালাও পতনে সূচকের পাশাপাশি বাজার মূলধন কমেছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও।
৭ ঘণ্টা আগেদেশে ইলিশ উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে বাজারে দাম সাধারণের নাগালের মধ্যে রাখার লক্ষ্য নিয়েই সরকার ২০১৯-২০ অর্থবছরে হাতে নেয় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্প। তখন দেশে ইলিশের বার্ষিক উৎপাদন ছিল প্রায় ৫ লাখ ৫০ হাজার টন।
৭ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাস্টমসের ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ কমিটি গঠন করা হয়।
১১ ঘণ্টা আগে