Ajker Patrika

সবজি সংরক্ষণে ১০০ হিমাগার নির্মাণ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

সবজি ও কাঁচামাল সংরক্ষণের সুবিধা বাড়াতে সারাদেশে ১০০টি হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণ করছে সরকার। আজ বুধবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প অগ্রগতি বিষয়ক এক সভা শেষে এ তথ্য জানান কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা বলেন, সরকার সবজিসহ কাঁচামাল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করছে। এতে কৃষকেরা উপকৃত হবেন। বাজারে কাঁচামালের সরবরাহ সঠিক রাখতে সহায়ক হবে। বৃষ্টির পানি ধরে রাখা ও খাল খননসহ কৃষিখাতের নানা প্রকল্প বাস্তবায়িত হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা—সবাই উপকার পাবেন।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় ঘটে যাওয়া নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে ও হচ্ছে। এসব অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।

প্রসঙ্গত, গত রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসিফ মাহমুদের হাতব্যাগে একটি অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেলে বিষয়টি আলোচনায় আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত