Ajker Patrika

কাল থেকে শুরু কার্টআপের ‘জুলাই জ্যাকপট’

নিজস্ব প্রতিবেদক
কাল থেকে শুরু কার্টআপের ‘জুলাই জ্যাকপট’

বাংলাদেশের অন্যতম অনলাইন শপিং প্ল্যাটফর্ম কার্টআপ নিয়ে এসেছে নতুন এক ক্যাম্পেইন ‘জুলাই জ্যাকপট’। ১৬-২২ জুলাই পর্যন্ত অফার, ডিসকাউন্ট আর অবিশ্বাস্য ডিলের এক সপ্তাহজুড়ে চলবে এই উৎসব।

ফ্রি ডেলিভারি, সারপ্রাইজ বক্স, ব্র্যান্ড ফ্ল্যাশ সেল, আর্লি বার্ড ভাউচার, সারপ্রাইজ ভাউচার, স্মার্টফোন জেতার সুযোগসহ আরও অনেক বিশেষ অফার রয়েছে এই ক্যাম্পেইনজুড়ে।

জুলাই জ্যাকপট ক্যাম্পেইনকে জমজমাট করে তুলতে নতুন কালেকশন ও দারুণ সব অফার নিয়ে এসেছে জনপ্রিয় সব ব্র্যান্ড । সেই সঙ্গে বিকাশ পেমেন্টের মাধ্যমে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং নির্দিষ্ট ব্যাংকের কার্ডে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট।

অফার, ফ্রি ডেলিভারি, ডিসকাউন্টসহ এই জুলাই জ্যাকপট ক্যাম্পেইনে ক্রেতারা দেশের যেকোনো প্রান্ত থেকে পছন্দের পণ্য অর্ডার করতে পারবেন। ফ্যাশন ও লাইফস্টাইল, ইলেকট্রনিকস এবং বিউটি ক্যাটাগরি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাচ্ছে cartup অ্যাপে।

কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘আমরা সব সময়ই চেষ্টা করি আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও অভিজ্ঞতা দেওয়ার। জুলাই জ্যাকপট ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর এবং উপভোগ্য করে তুলতে চাচ্ছি, যাতে প্রতিটি কেনাকাটায় থাকে বাড়তি এক খুশির অনুভব।’

বাংলাদেশের অনলাইন শপিং জগতে কার্টআপ এখন এক বিশ্বস্ত নাম। সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য আর দ্রুত ডেলিভারির কারণে খুব অল্প সময়ে ক্রেতাদের ভরসার ঠিকানা হয়ে উঠেছে কার্টআপ।

জুলাই জ্যাকপট ক্যাম্পেইনের আকর্ষণীয় সব অফার মিস না করতে চাইলে এখনই ডাউনলোড করে নিন cartup অ্যাপ অথবা ভিজিট করুন এবং সেই সঙ্গে চোখ রাখুন cartup-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত