Ajker Patrika

জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ২৩ কোম্পানির মুনাফা কমেছে

  • বিমা ব্যবসায় কার্যক্রম রয়েছে ৮২টির
  • পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৩টি
  • প্রতিবেদন প্রকাশ ৪০টির
অনলাইন ডেস্ক
জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ২৩ কোম্পানির মুনাফা কমেছে

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর (তৃতীয়) প্রান্তিকে দেশের ১৭টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ে ২৩ কোম্পানির মুনাফা কমেছে। এ তথ্য ৪০টি সাধারণ বিমা কোম্পানির ১ জুলাই থেকে ৩০ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে।

এ আর্থিক প্রতিবেদনে বিমা খাতের অস্থিরতা এবং বিভিন্ন কোম্পানির আর্থিক অবস্থার প্রতিফলন ঘটেছে। যেখানে কিছু কোম্পানির মুনাফা বেড়েছে, অন্যদিকে কিছু কোম্পানির মুনাফা কমেছে, যা চাপে থাকা বিমা খাতেরই ইঙ্গিত দিচ্ছে। তবে সব মিলিয়ে বিমা খাতের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।

দেশে বিমা ব্যবসায় কার্যক্রম চালাচ্ছে ৮২ কোম্পানি। এর মধ্যে সাধারণ বিমার খাতে ৪৬ এবং বাকি ৩৬ কোম্পানি জীবন বিমা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে ৫৮টি। তার মধ্যে সাধারণ বিমা খাতের রয়েছে ৪৩ কোম্পানি। যার তিনটির প্রান্তিক প্রতিবেদন এখনো অপ্রকাশিত রয়েছে।

মুনাফা বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি, ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ইনস্যুরেন্স, সিকদার ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি, প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স এবং ঢাকা ইনস্যুরেন্স লিমিটেড।

মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্সের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১০ পয়সা। অর্থাৎ ২০২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকে সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১৪ পয়সা। গত বছরের তুলনায় ইপিএস বেড়েছে ১৩ পয়সা। ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১৮ পয়সা। যা ২০২৩ সালে ছিল ১৩ পয়সা। বেড়েছে ৫ পয়সা।

১০ পয়সা বেড়ে মেঘনা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ২১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা।

২ পয়সা বেড়ে ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ২০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। ইস্টার্ন ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ০২ পয়সা। যা ২০২৩ সালের একই সময়ে ছিল ৫৯ পয়সা। অর্থাৎ ৪৩ পয়সা করে প্রতি শেয়ারে মুনাফা বেড়েছে। সিকদার ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৩৮ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৩৩ পয়সা। ইউনাইটেড ইনস্যুরেন্সের ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা ছিল ৪ পয়সা।

এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৫৯ পয়সা। যা হয়েছিল ২৯ পয়সা। স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৭৫ পয়সা। যা এর আগের বছেরর একই সময়ে ছিল ৭৩ পয়সা। কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ৫৬ পয়সা, যা ছিল ৩৭ পয়সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত