গত ২৩ মে (বৃহস্পতিবার) ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো ও শো-মোশন লিমিটেড/স্টার সিনেপ্লেক্সের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এককভাবে ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো, দেশের সকল স্টার সিনেপ্লেক্সে কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড বেভারেজ সরবরাহ করবে। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাগণ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ২৬ মে (রোববার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা এবং শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল-এমপি চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সম্পর্কে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা বলেন, পেপসিকো/ট্রান্সকম বেভারেজেস স্টার সিনেপ্লেক্সকে সব সময়ই একটি লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের লিডিং বেভারেজ কোম্পানি হিসেবে দেশের প্রিমিয়ার সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি রিনিউ করতে পেরে আমরা খুবই গর্বিত। আমরা আমাদের কনজ্যুমারদের পেপসি ও পপকর্ন অর্থাৎ মুভি দেখার পারফেক্ট কম্বোটা দেওয়ার জন্যই একত্রিত হয়েছি।’
শো-মোশন লিমিটেড/স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান এ বিষয়ে বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বেভারেজ পার্টনার পেপসিকোকে ধন্যবাদ জানাতে চায়। কারণ গত ১৮ বছরে স্টার সিনেপ্লেক্সকে সবার প্রিয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা করায় পেপসির অবদান অসামান্য। দেশের মুভি-কালচারকে সমৃদ্ধ করতে, আমরা এই পার্টনারশিপকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
এই চুক্তি চলাকালীন সময়ে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের প্রধান শহরগুলোতে ১০০টি স্ক্রিন চালু করবে। এরই মাধ্যমে স্টার সিনেপ্লেক্স ও পেপসিকো বাংলাদেশে তাঁদের প্রতিশ্রুতি রক্ষার্থে একত্রে কাজ করবে।
গত ২৩ মে (বৃহস্পতিবার) ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো ও শো-মোশন লিমিটেড/স্টার সিনেপ্লেক্সের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এককভাবে ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশ/পেপসিকো, দেশের সকল স্টার সিনেপ্লেক্সে কার্বোনেটেড ও নন-কার্বোনেটেড বেভারেজ সরবরাহ করবে। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাগণ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ২৬ মে (রোববার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা এবং শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল-এমপি চুক্তিটি স্বাক্ষর করেন।
এ সম্পর্কে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) দিপেন্দর সিং তিওয়ানা বলেন, পেপসিকো/ট্রান্সকম বেভারেজেস স্টার সিনেপ্লেক্সকে সব সময়ই একটি লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের লিডিং বেভারেজ কোম্পানি হিসেবে দেশের প্রিমিয়ার সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্সের সঙ্গে চুক্তি রিনিউ করতে পেরে আমরা খুবই গর্বিত। আমরা আমাদের কনজ্যুমারদের পেপসি ও পপকর্ন অর্থাৎ মুভি দেখার পারফেক্ট কম্বোটা দেওয়ার জন্যই একত্রিত হয়েছি।’
শো-মোশন লিমিটেড/স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান এ বিষয়ে বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বেভারেজ পার্টনার পেপসিকোকে ধন্যবাদ জানাতে চায়। কারণ গত ১৮ বছরে স্টার সিনেপ্লেক্সকে সবার প্রিয় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা করায় পেপসির অবদান অসামান্য। দেশের মুভি-কালচারকে সমৃদ্ধ করতে, আমরা এই পার্টনারশিপকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
এই চুক্তি চলাকালীন সময়ে স্টার সিনেপ্লেক্স বাংলাদেশের প্রধান শহরগুলোতে ১০০টি স্ক্রিন চালু করবে। এরই মাধ্যমে স্টার সিনেপ্লেক্স ও পেপসিকো বাংলাদেশে তাঁদের প্রতিশ্রুতি রক্ষার্থে একত্রে কাজ করবে।
দেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া...
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার উপকূল এখন সফটশেল কাঁকড়ার চাষে সরব। বছরজুড়ে বাড়ছে কাঁকড়া চাষ এবং রপ্তানি হচ্ছে বিদেশে। অল্প জমিতে স্বল্প বিনিয়োগে লাভবান হওয়া যায় বলে প্রান্তিক চাষিদের মধ্যে এ খাতের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। মূলত বাগদা চিংড়ি চাষে ঘন ঘন ক্ষতির মুখে পড়ে অনেকেই এখন কাঁকড়ার ঘেরে ঝুঁকছেন।
৮ ঘণ্টা আগেদেশের কৃষি ও অতিক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) স্বল্প মেয়াদী ঋণ বিতরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক যদি এসব প্রতিষ্ঠানকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ঋণ দেয় তবে তাদের খেলাপিবিহীন ঋণের বিপরীতে মাত্র ১ শতাংশ প্রভিশন রাখতে
১৪ ঘণ্টা আগেশুরু হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস কার্টআপ লিমিটেডের সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘অক্টোবর অফারস’। গতকাল সোমবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এই আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এই অফারে গ্রাহকেরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড়, ভাউচার ও ক্যাশব্যাকের সুযোগ।
১৪ ঘণ্টা আগে