Ajker Patrika

ট্যুর অপারেটরদের ওপর ১৫ শতাংশ ভ্যাট যোগ করার প্রস্তাব

আপডেট : ০৬ জুন ২০২৪, ১৮: ০৬
ট্যুর অপারেটরদের ওপর ১৫ শতাংশ ভ্যাট যোগ করার প্রস্তাব

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ট্যুর অপারেটরদের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন। 

এদিকে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো বলছে, ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে দেশি–বিদেশি পর্যটকদের ভ্রমণের খরচ বাড়বে। এতে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত হবেন বিদেশি পর্যটকেরা। এমনিতেই ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিদেশি পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে কম। 
 
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক ও বিজকন হলিডেজের সিইও তসলিম আমিন শোভন আজকের পত্রিকাকে বলেন, ‘পাশাপাশি পর্যটকেরা ভ্রমণের সময় পরিবহন, হোটেলে থাকা, রেস্তোরাঁ খাওয়া সবকিছুতেই আলাদাভাবে ভ্যাট দিচ্ছে। এখন ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলোকেও ভ্যাট দিতে হলে, পর্যটকদের ভ্রমণের খরচ বাড়বে।’ 

তিনি বলেন, ‘এমনিতেই প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে খরচ বেশি হওয়ার অভিযোগ করেন বিদেশি পর্যটকেরা। বাড়তি ভ্যাটের কারণে খরচ বাড়লে ভবিষ্যতে বিদেশি পর্যটকেরা আসতে নিরুৎসাহিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত