Ajker Patrika

আইএসও সনদ পেল আইএফআইসি ব্যাংক

অনলাইন ডেস্ক
Thumbnail image

আন্তর্জাতিক ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর অধীনে তথ্য সুরক্ষা ব্যাবস্থাপনা পদ্ধতি (আইএসএমএস) কমপ্লায়েন্সের জন্য আইএসও ২৭০০১:২০১৩ সনদ পেয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

গতকাল রোববার আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব অপারেশন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মনিতুর রহমানের কাছে আইএসও ২৭০০১:২০১৩ সনদ হস্তান্তর করেন ইন্টারটেক বাংলাদেশ-এর হেড অব বিজনেস অ্যাসিওরেন্স শরিফুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার, ইনফরমেশন সিস্টেমস্ ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক মো. অহিদুল ইসলাম সরকার, জয়েন্ট ডিরেক্টর, সিষ্টেমস এ্যানালিষ্ট, ব্যাংলাদেশ ব্যাংক এস এম তোফায়েল আহ্মাদ, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার শাহ মোহাম্মদ মঈনউদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টার‌্যন্যাশনাল ডিভিশন সৈয়দ মনসুর মোস্তফা, হেড অব হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট কে. এ. আর. এম. মোস্তফা কামাল, সিএফও জনাব দিলিপ কুমার মন্ডলসহ আইএফআইসি ব্যাংক লিমিটেড ও ইন্টারটেক বাংলাদেশ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত