নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যবহারে সিকিউরিটিজ আইন ভেঙেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া কোম্পানির কার্যক্রম, মুনাফা ও লভ্যাংশ বিতরণ নিয়েও প্রশ্ন রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এমতাবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কোম্পানির ৪ বছরের আর্থিক প্রতিবেদনসহ ১৫টি বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য সম্প্রতি তিন সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটিতে রয়েছেন উপপরিচালক মো. মওদুদ মোমেন, সহকারী পরিচালক তন্ময় কুমার ঘোষ ও মো. মারুফ হাসান। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির ইন্সপেকশন, এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক মাহমুদুল হক আজকের পত্রিকাকে বলেন, নিরীক্ষা প্রতিবেদনে অসংগতিসহ সিলভা ফার্মার নানা বিষয়ে মানুষের মধ্যে থেকে বিভিন্ন প্রশ্ন আসছে, এ জন্য সার্বিক বিষয় খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে।
২০১৮ সালে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি, যা ২০২০ সালের মধ্যে ব্যয়ের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে টাকা ব্যয় করতে না পেরে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ পঞ্চম দফায় আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি শেষে অব্যবহৃত অর্থের পরিমাণ ছিল ২ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৬৩৮ টাকা।
নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৩১ আগস্ট শেষে আইপিও তহবিলের ৫ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৯২৯ টাকা শাহজালাল ইসলামী ব্যাংকের সাতমসজিদ রোড শাখায় এফডিআর হিসেবে গচ্ছিত ছিল। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরে আইপিওর অব্যবহৃত তহবিলের সুদ থেকে ৪৪ লাখ ৮২ হাজার ৯২৯ টাকা একই ব্যাংকের সিডি অ্যাকাউন্টে স্থানান্তর করেছে কোম্পানিটি। যথাযথ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া এ ধরনের অর্থ স্থানান্তর সিকিউরিটিজ আইনের লঙ্ঘন বলে ধরা হচ্ছে।
অর্থনৈতিক পারফরম্যান্সেও পিছিয়ে রয়েছে সিলভা ফার্মা। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি ৪৭ পয়সা লোকসান করেছে। বিনিয়োগকারীদের জন্য গত দুই বছর ধরে কেবল ১ শতাংশ হারে নামমাত্র লভ্যাংশ দেওয়া হচ্ছে।
এই প্রেক্ষাপটে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সম্পদ ও দায় এবং আইপিও তহবিল ব্যবহারের স্বচ্ছতা যাচাই করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা।
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যবহারে সিকিউরিটিজ আইন ভেঙেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া কোম্পানির কার্যক্রম, মুনাফা ও লভ্যাংশ বিতরণ নিয়েও প্রশ্ন রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এমতাবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় কোম্পানির ৪ বছরের আর্থিক প্রতিবেদনসহ ১৫টি বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য সম্প্রতি তিন সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটিতে রয়েছেন উপপরিচালক মো. মওদুদ মোমেন, সহকারী পরিচালক তন্ময় কুমার ঘোষ ও মো. মারুফ হাসান। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির ইন্সপেকশন, এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পরিচালক মাহমুদুল হক আজকের পত্রিকাকে বলেন, নিরীক্ষা প্রতিবেদনে অসংগতিসহ সিলভা ফার্মার নানা বিষয়ে মানুষের মধ্যে থেকে বিভিন্ন প্রশ্ন আসছে, এ জন্য সার্বিক বিষয় খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে।
২০১৮ সালে আইপিওর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি, যা ২০২০ সালের মধ্যে ব্যয়ের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে টাকা ব্যয় করতে না পেরে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত চার দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ পঞ্চম দফায় আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি শেষে অব্যবহৃত অর্থের পরিমাণ ছিল ২ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৬৩৮ টাকা।
নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৩১ আগস্ট শেষে আইপিও তহবিলের ৫ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৯২৯ টাকা শাহজালাল ইসলামী ব্যাংকের সাতমসজিদ রোড শাখায় এফডিআর হিসেবে গচ্ছিত ছিল। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরে আইপিওর অব্যবহৃত তহবিলের সুদ থেকে ৪৪ লাখ ৮২ হাজার ৯২৯ টাকা একই ব্যাংকের সিডি অ্যাকাউন্টে স্থানান্তর করেছে কোম্পানিটি। যথাযথ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া এ ধরনের অর্থ স্থানান্তর সিকিউরিটিজ আইনের লঙ্ঘন বলে ধরা হচ্ছে।
অর্থনৈতিক পারফরম্যান্সেও পিছিয়ে রয়েছে সিলভা ফার্মা। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি ৪৭ পয়সা লোকসান করেছে। বিনিয়োগকারীদের জন্য গত দুই বছর ধরে কেবল ১ শতাংশ হারে নামমাত্র লভ্যাংশ দেওয়া হচ্ছে।
এই প্রেক্ষাপটে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সম্পদ ও দায় এবং আইপিও তহবিল ব্যবহারের স্বচ্ছতা যাচাই করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা।
ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ করলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক সক্রিয় হয়ে ওঠেন।
২ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।
৩ ঘণ্টা আগেদেশের মুদ্রাবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনে লেনদেন চলছে পুরোদমে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের তুলনায় আজ ডলারের দাম কিছুটা কমেছে। এদিন ইউরোর দাম কিছুটা কমলেও ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের দাম কিছুটা বেড়েছে।
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে, ভারতের রপ্তানির প্রায় ৭০ শতাংশ, যার আর্থিক মূল্য ৬০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, এখন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের আওতায় পড়েছে। ভারতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক গবেষণা পরিষদের (আইসিআরআইইআর)
৫ ঘণ্টা আগে